জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৪ ১৩। মুক্তাগাছার জমিদারদের প্রতœসম্পদগুলো (র) নানা ধরনের অলংকার, পাথরের ফুলদানি, বাঘ ও হরিণের মাথা (রর) ঢাল, তলোয়ার, পালঙ্ক, হাতির দঁাতের নানা কারুকাজ (ররর) কম্পাস, ঘড়ি, হরিণের মাথা ও ইতালির মূতির্ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ১৪। ঢাকা শহরের স্থাপত্য নিদশর্ন হচ্ছেÑ (র) কাজর্ন হল (রর) বাহাদুর শাহ পাকর্ (ররর) সেন্ট টমাস এ্যাংলিকান গিজার্ নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৫। সিফাত প্রতœসম্পদ সংরক্ষিত আছে এমন একটি স্থানে গিয়ে হরিণের মাথা দেখে বেশ অবাক হয়। তার দেখা স্থানটি হলোÑ (ক) ময়মনসিংহ জাদুঘর (খ) সোনারগঁাও জাদুঘর (গ) রাজশাহী জাদুঘর (ঘ) রংপুরের তাজকাটা প্রাসাদ সঠিক উত্তর : (ক) ময়মনসিংহ জাদুঘর ১৬। ঔপনিবেশিক যুগের ধারণা পাওয়া সম্ভবÑ (র) ঢাকা শহরের ধমীর্য় ইমারত দেখে (রর) জাদুঘর ও সংগ্রহশালার প্রতœ নিদশর্ন দেখে (ররর) ঢাকা শহরের লৌকিক ইমারত দেখে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৭। পানামনগরের চারপাশ দিয়ে পরিখা খনন করা হয়েছিল কেন? (ক) যুদ্ধের জন্য (খ) নিরাপত্তার জন্য (গ) পানির জন্য (ঘ) সৌন্দযর্ বৃদ্ধির জন্য সঠিক উত্তর : (খ) নিরাপত্তার জন্য ১৮ লোকশিল্প জাদুঘর এখন কোথায় স্থাপিত হয়েছে? (ক) বড় সরদার বাড়িতে (খ) ঢাকায় (গ) মুক্তাগাছায় ঘ) বালিয়াটিতে সঠিক উত্তর : (ক) বড় সরদার বাড়িতে