বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি জীববিজ্ঞান

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির ১. কোনটি এন্টিবায়োটিক? ক. ইনসুলিন খ. পেপসিন গ. পেনিসিলিন ঘ. ইথিলিন উত্তর : গ. পেনিসিলিন ২. বংশগতির জনক কে? ক. লুই পাস্তুর খ. মেন্ডেল গ. ডারউইন ঘ. হরগোবিন্দ উত্তর : খ. মেন্ডেল ৩. জীব থেকে জীবের উৎপত্তি হয়, কে বলেছেন? ক. রবাটর্ ব্রাউন খ. লুই পাস্তুর গ. এরিস্টটল ঘ. কানটানা উত্তর : গ. এরিস্টটল ৪. বিবতর্ন বা অভিব্যক্তিবিদ্যা কি? ক. ইকোলজি খ. ইভোলিউশন গ. ইকোলজি ঘ. ট্যাক্সোনমি উত্তর : খ. ইভোলিউশন ৫. জীবের বংশগতির বাহক কোনটি? ক. ক্রোমোজোম খ. প্রাটোপ্লাজম গ. সাইটোপ্লাজম ঘ. অটোসোম উত্তর : ক. ক্রোমোজোম ৬. মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি? ক. ৪৬ খ. ৪৪ গ. ৪২ ঘ. ৪০ উত্তর : ক. ৪৬ ৭. কোন এনজাইমের সাহায্যে ডি. এন. এ ছেদন করা হয়? ক. অ্যামাইলেজ এনজাইম খ. প্রোটিনেজ এনজাইম গ. রেসট্রিকশন এনজাইম ঘ. সেলুলোজ এনজাইম উত্তর : গ. রেসট্রিকশন এনজাইম ৮. কোন দেশে ডলির জন্ম হয়? ক. স্কটল্যান্ড খ. আমেরিকা গ. স্পেন ঘ. ভারত উত্তর : ক. স্কটল্যান্ড ৯. জেনেটিক ইনফরমেশনের মূল একক কি? ক. লুপ খ. অনুলিপন গ. ট্রিপলেট ঘ. এন্টিকোডন উত্তর : খ.অনুলিপন ১০. দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত Ñ ক. দোয়াশ খ. সংকর গ. মিশ্র ঘ. কৃত্রিম উত্তর : খ. সংকর ১১. বিশ্বের প্রথম ক্লোন বানরের নাম কী? ক. সিসি খ. টেট্রা গ. প্রমিথিয়া ঘ. ডলি উত্তর : খ. টেট্রা