ড্যাফোডিল ইউনিভাসিির্টতে একক বক্তৃতা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৩ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ৭১ মিলনায়তনে একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘দি নেকস্ট : লাইফ অ্যান্ড বিয়ন্ড’ প্রতিপাদ্যের ওপর বক্তব্য রাখেন দেশের বিভিন্ন খাতের প্রথিতযশা প্রতিষ্ঠিত দশ ব্যক্তিত্ব। তারা হলেনÑ আনোয়ার গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বার অফ কমাসর্ অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সবর্কনিষ্ঠ সভাপতি হোসেন খালেদ, ফিউচার লিডাসের্র প্রধান নিবার্হী কাজী এম আহমেদ, প্রশিক্ষক ও পরামশর্ক আয়েশা জাহান বিভা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, টেলিকম ব্যক্তিত্ব কানিজ ফাতেমা, সমাজকমীর্ জায়বা তাহিয়া, তরুণ উদ্যোক্তা মাসুম আকন্দ, সমাজকমীর্ মাহফুজ রাসেল, রোবটিক্স অলিম্পিয়াডে প্রতিনিধিত্বকারী দল টিম বাংলাদেশ এবং মঞ্চ নাটকের দল অল স্টারস ড্যাফোডিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ট্রাস্টি বোডের্র চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচাযর্ অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচাযর্ অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইজাজ-উর-রহমান সজল ও অ্যামপ্লয়াবিলিটি থ্রি সিক্সটি ডিগ্রি কোসের্র সমন্বয়ক সোহাগ মিয়া।