নথর্ বেঙ্গল ইউনিভাসিির্টতে বিতকর্ উৎসব

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
নথর্ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর বিভিন্ন বিভাগের শিক্ষাথীের্দর অংশগ্রহণে ‘ইয়ুথ সাকের্ল’ ও ‘গোল্ড বাংলাদেশের আয়োজনে দুদিনব্যাপী ‘বিতকর্ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে বিজনেস স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করেছে। রানারআপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবে বিজয়ী দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন উপাচাযর্ অধ্যাপক ড. আবদুল খালেক। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোডের্র সভাপতি অধ্যাপক ড. রাশেদা খালেকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ আইন বিভাগের কো-অডিের্নটর ও ইয়ুথ সাকেের্লর উপদেষ্টা ড. নাসরীন লুবনা, সমাজবিজ্ঞান বিভাগের কো-অডিের্নটর ড. কামরুন্নাহার গোল্ড বাংলাদেশের মডারেটর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইউম। এসময় সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রজেক্ট কো-অডিের্নটর এস এম মেহেদী হাসান তানভীর, গোল্ড বাংলাদেশের সভাপতি মো. সোহরাব হোসেন এবং ইয়ুথ সাকেের্লর সভাপতি ইকরামুল হক বক্তব্য রাখেন।