ইবিতে প্রশিক্ষণ কমর্শালা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১৫ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘খাদ্য দূষণ প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণ’ শীষর্ক প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে কনজিউমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। কমর্শালায় কনজিউমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার সভাপতি ইমরান শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচাযর্ অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কনজিউমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী, কনজিউমার ইয়ুথ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ উপস্থিত ছিলেন। এসময় প্রশিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করীম, আইএফএসটি ও বিসিএসআইআরের সায়েন্টিফিক অফিসার আবু তারেক মো. আবদুল্লাহ ও সুকেনদান মÐল উপস্থিত ছিলেন। এ ছাড়া কমর্শালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষক-শিক্ষাথীর্ উপস্থিত ছিলেন।