জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রতœসম্পদ বলতে বোঝায়Ñ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৪ ১৯। ময়মনসিংহ জাদুঘরে বেশি প্রতœসম্পদ রয়েছেÑ (ক) তাজহাটের জমিদারের (খ) মুক্তাগাছার জমিদারের (গ) ঢাকার জমিদারের (ঘ) বালহাটির জমিদারের সঠিক উত্তর : (খ) মুক্তাগাছার জমিদারের ২০। প্রতœসম্পদ বলতে বোঝায়Ñ (র) প্রাচীন আমলের মুদ্রা ও গহনা (রর) পুরনো অট্টালিকা ও শিল্পকমর্ (ররর) পুরনো মূল্যবান আসবাবপত্র ও ভাস্কযর্ নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ২১। শিলাইদহ কোন জেলায় অবস্থিত? (ক) পাবনা (খ) দিনাজপুর (গ) কুষ্টিয়া (ঘ) নাটোর সঠিক উত্তর : (গ) কুষ্টিয়া ২২। পামান নগরের স্থাপত্যগুলো কী দিয়ে সাজানো হয়েছিল? (ক) মাবের্ল পাথর দিয়ে (খ) টেরাকোটা দিয়ে (গ) রঙিন মোজাইক দিয়ে (ঘ) টাইলস দিয়ে সঠিক উত্তর : (গ) রঙিন মোজাইক দিয়ে ২৩। পানাম নগরের ইমারত কয়টি? (ক) ২২টি (খ) ৩২টি (গ) ৪২টি (ঘ) ৫২টি সঠিক উত্তর : (ঘ) ৫২টি