জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : কবিরঞ্জন কোন কবির উপাধি? উত্তর : রাম প্রসাদ সেন। প্রশ্ন : রামপ্রসাদ সেনকে কে কবিরঞ্জন’ উপাধি প্রদান করেন? উত্তর : নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। প্রশ্ন : রামপ্রসাদ সেনের কাব্য গ্রন্থের নাম কী? উত্তর : কবিরঞ্জন। প্রশ্ন : অষ্টাদশ শতক বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবে কোন কবি সুপরিচিত? উত্তর : ভারতচন্দ্র রায় গুণাকর। প্রশ্ন : অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর : ভারত চন্দ্র। প্রশ্ন : ভারতচন্দ্র কে কে রায় গুণাকর উপাধি প্রদান করেন? উত্তর : নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। প্রশ্ন : ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন? উত্তর : নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। প্রশ্ন : ভারত চন্দ্র রায় রচিত মঙ্গল কাব্যের নাম কী? উত্তর : অন্নদামঙ্গল কাব্য। প্রশ্ন : ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মস্থান কোথায়? উত্তর : হাওড়া জেলার পেঁড়ো (পান্তুয়া) গ্রামে।