বেরোবিতে তিন দিনব্যাপী কমর্শালা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষাথীের্দর জন্য তিন দিনব্যাপী ইনোভেশন কমর্শালার উদ্বোধন করা হয়েছে। ১৬ অক্টোবর ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ অ্যান্ড জাস্টিসের আয়োজনে ব্র্যাক লানির্ং সেন্টারে এর উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ওয়াকর্শপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। কমর্শালার পরিচালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ অ্যান্ড জাস্টিসের উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, প্রোগ্রাম কো-অডিের্নটর নিলুফা সুলতানা এবং গবেষণা সহকারী সৈয়দ মোহাম্মদ সিহান সাজিদ। এতে অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে বাছাইকৃত নারী শিক্ষাথীর্রা।