'এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে'
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
আঠারো বছর বয়স
১। সুকান্ত ভট্টাচার্য ইংরেজি কোন মাসের ১৩ তারিখে মারা যান?
\হক. ফেব্রম্নয়ারি খ. মার্চ
\হগ. এপ্রিল ঘ. মে
সঠিক উত্তর : ঘ. মে
২। 'আঠারো বছর বয়স' কবিতার সর্বশেষ চরণ কোনটি?
\হক. এ বয়স তবু নতুন কিছু তো করে
\হখ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
\হগ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে
\হঘ. এ বয়সে তাই নেই কোনো সংশয়
সঠিক উত্তর : গ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে
৩। কোন বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়?
\হক. ১৫ বছর বয়স
\হখ. ১৬ বছর বয়স
\হগ. ১৭ বছর বয়স
\হঘ. ১৮ বছর বয়স
সঠিক উত্তর : ঘ. ১৮ বছর বয়স
৪। সুকান্ত ভট্টাচার্য কী দেখে অত্যন্ত আলোড়িত হয়েছিলেন?
\হক. বাংলার প্রকৃতি
\হখ. বাঙালির বিদ্রোহ
\হগ. বাংলার ঐতিহ্য
\হঘ. মহাযুদ্ধের ধ্বংসলীলা
সঠিক উত্তর : ঘ. মহাযুদ্ধের ধ্বংসলীলা
৫। নিম্ন বর্ণিত কোন শব্দটি ভিন্নার্থক?
\হক. সংশয়
খ. শঙ্কা
গ. সংস্কার
ঘ. সন্দিহান
সঠিক উত্তর : গ. সংস্কার
৬। 'এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে।' এতে কোনটি প্রকাশিত হয়েছে?
\হক. যৌবনের ইতিবাচক দিকটি
\হখ. যৌবনের নেতিবাচক দিকটি
\হগ. যৌবনের কলঙ্ক
\হঘ. বার্ধক্যের কলঙ্ক
সঠিক উত্তর : খ. যৌবনের নেতিবাচক দিকটি
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আরিফুল ইসলাম দশম শ্রেণির একজন ছাত্র। সে মানুষের বিপদে-আপদে এগিয়ে আসতে ভয় পায়। এই বলে যে অন্যের বিপদ যদি তাকে আঁকড়ে ধরে।
৭। উদ্দীপকের আরিফুল ইসলামের মাঝে 'ভয়বোধ' নিম্নে বর্ণিত কোন কবিতার বিরোধী ভাব ধারণ করেছে?
\হক. সাম্যবাদী
\হখ. আঠারো বছর বয়স
\হগ. সেই অস্ত্র
\হঘ. বিভীষণের প্রতি মেঘনাদ
সঠিক উত্তর : খ. আঠারো বছর বয়স
৮। যে কারণে উদ্দীপকে বর্ণিত ভাবনাটি দুঃসাহসিকতার পরিচয় প্রমাণে ব্যর্থ হয়েছে-
\হর. ভীরুতা
\হরর. মিথ্যার জড়তায়
\হররর. কাপুরুষতায়
\হনিচের কোনটি সঠিক?
\হক. র ও রর
\হখ. র ও ররর
\হগ. রর ও ররর
\হঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. র ও ররর
৯। 'হরতাল' সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা?
\হক. কাব্য
খ. প্রবন্ধ
\হগ. ধর্মীয়
\হঘ. নাটক
সঠিক উত্তর : ক. কাব্য
১০। 'পথ চলতে এ বয়স যায় না থেমে'-কবি এ চরণটিতে নিচের কোন বিষয়কে তুলে ধরেছেন?
\হক. দৌড়
\হখ. দুঃসাহসিকতা
\হগ. বাধা-বিপত্তি
\হঘ. শঙ্কামুক্ত
সঠিক উত্তর : ক. দৌড়
১১। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। তাদের উভয়ের মধ্যে মিলটি-
\হর. কাব্যাদর্শে
\হরর. শ্রেণি চেতনায়
\হররর. প্রতিভার ব্যাপ্তিতে
\হনিচের কোনটি সঠিক?
\হক. র
\হখ. রর
\হগ. ররর
\হঘ. র ও ররর
সঠিক উত্তর : ক. র
১২। 'এ বয়স কাঁপে বেদনায় থরো থরো' চরণটিতে বর্ণিত 'থরো থরো' কী ধরনের শব্দ?
\হক. তৎসম
\হখ. অর্ধতৎসম
\হগ. ঋণাত্মক
\হঘ. বিদেশি
সঠিক উত্তর : গ. ঋণাত্মক
১৩। বক্তব্য ও চেতনাগত দিক থেকে সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে মিল রয়েছে যে কবির, তিনি হলেন-
\হক. রবীন্দ্রনাথ ঠাকুর
\হখ. কাজী নজরুল ইসলাম
\হগ. অমিয় চক্রবর্তী
\হঘ. শামসুর রাহমান
সঠিক উত্তর : খ. কাজী নজরুল ইসলাম