একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

বাংলা ১ম পত্র

প্রকাশ | ০৮ জুলাই ২০২১, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। য়
আঠারো বছর বয়স ১৪। 'আঠারো বছর বয়স' কবিতায় চরণের সংখ্যা কত? ক. ৩২ খ. ৩৩ গ. ৩৪ ঘ. ৩৫ সঠিক উত্তর : ক. ৩২ ১৫। 'আঠারো বছর বয়স' কবিতায় প্রকাশ পেয়েছে- \হর. মানুষের বিদ্রোহ \হরর. তরুণদের বয়ঃসন্ধিকালীন বৈশিষ্ট্য \হররর. তরুণদের সচেতনতা \হনিচের কোনটি সঠিক? \হক. র খ. রর \হগ. ররর ঘ. র ও ররর সঠিক উত্তর : খ. রর ১৬। 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত স্তবক সংখ্যা কতটি? \হক. ৭টি খ. ৮টি \হগ. ৯টি ঘ. ১০টি সঠিক উত্তর : খ. ৮টি ১৭। 'মৃতু্য যাহার মুঠিতলে'-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? \হক. মৃতু্যকে ভালোবাসা \হখ. মৃতু্যকে ভয় করা \হগ. মৃতু্যকে পরোয়া করা \হঘ. মৃতু্য সম্পর্কে বেপরোয়া সঠিক উত্তর : ঘ. মৃতু্য সম্পর্কে বেপরোয়া ১৮। 'দুঃসহ' শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে সাধিত হয়েছে? \হক. উপসর্গ \হখ. অনুসর্গ \হগ. সন্ধি \হঘ. সমাস সঠিক উত্তর : গ. সন্ধি ১৯। 'আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া'-এ মহান মন্ত্রের বাহন কোনটি? \হক. আত্মত্যাগ খ. স্বার্থত্যাগ \হগ. অর্থত্যাগ ঘ. বিলাসিতা ত্যাগ সঠিক উত্তর : ক. আত্মত্যাগ ২০। 'আঠারো বছর বয়স' কবিতার শেষ চরণটিতে কবি কী করেছেন? \হক. সন্দেহ খ. আকাঙ্ক্ষা \হগ. ভয় ঘ. শঙ্কা সঠিক উত্তর : খ. আকাঙ্ক্ষা ২১। 'আঠারো বছর বয়স' কবিতার সমধর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নাম হচ্ছে- \হক. বীরপুরুষ \হখ. সবুজের অভিযান \হগ. বৃক্ষ \হঘ. নির্ঝরের স্বপ্নভঙ্গ সঠিক উত্তর : খ. সবুজের অভিযান ২২। 'আঠারো বছর বয়স' কীভাবে নতুন কিছু করতে পারে? \হক. সাহসে খ. দুঃসাহসিকতায় \হগ. শঙ্কায় ঘ. ক ও খ সঠিক উত্তর : ক. সাহসে ২৩। মানবজীবনের কোন সময়ে বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়? \হক. শৈশবে খ. যৌবনে \হগ. কৈশোরে ঘ. বার্ধক্যে সঠিক উত্তর : খ. যৌবনে \হ ২৪। আঠারো বছর বয়সে যে কারণে প্রাণের ভয় থাকে না- \হর. দুঃসাহসিকতার জন্য \হরর. সংগ্রামশীলতার জন্য \হররর. সত্যের পথে বলীয়ান হওয়ার জন্য \হনিচের কোনটি সঠিক? \হক. র ও রর \হখ. র ও ররর \হগ. রর ও ররর \হঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২৫। 'জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়'-কবিতাংশটি কার লেখা? \হক. সৈয়দ শামসুল হক \হখ. সুকান্ত ভট্টাচার্য \হগ. মোহাম্মদ মনিরুজ্জামান \হঘ. জীবনানন্দ দাশ সঠিক উত্তর : খ. সুকান্ত ভট্টাচার্য \হ নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: আরমান মিথ্যা পরাজয় ও জড়তার কাছে কখনোই মাথা নত করে না। কেননা সে মনে করে এ বয়সে সব অসাধ্যই সাধন করা সম্ভব। ২৬। উদ্দীপকের আরমানের সঙ্গে কোন বয়সের সংগ্রামী রূপটি প্রত্যক্ষ? \হক. ১৭ বছরের খ. ১৮ বছরের \হগ. ১৯ বছরের ঘ. ২০ বছরের সঠিক উত্তর : খ. ১৮ বছরের ২৭। যে কারণে 'আঠারো বছর বয়স' কবিতার ভাব উদ্দীপকের আরমানের মাঝে প্রত্যক্ষ করা যায়- \হর. সত্যের পথে সংগ্রামী হওয়ায় \হরর. মিথ্যার সঙ্গে সখ্য গড়ে তোলায় \হররর. জীবন বাজি রেখে সাহসের কাজ করায় \হনিচের কোনটি সঠিক? \হক. র ও রর \হখ. র ও ররর \হগ. রর ও ররর \হঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ২৮। সুকান্তের কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে? \হক. স্বাধীনতার জয়গান \হখ. তারুণ্যের জয়গান \হগ. প্রেমের জয়গান \হঘ. পরাধীনতার জয়গান সঠিক উত্তর : খ. তারুণ্যের জয়গান