প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

ধারাবাহিক ১২ বছরের সময়কালকে বলা হয়Ñ

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বাদশ অধ্যায় ২১। ধারাবাহিক ১২ বছরের সময়কালকে কী বলা হয়? উত্তর : ১ যুগ ২২। ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে কী বলা হয়? উত্তর : ১ শতাব্দী ২৩। ১৯০১ সাল থেকে ২০০০ সাল পযর্ন্ত সময়কালকে কী বলে? উত্তর : ১ শতাব্দী ২৪। ১৯৫০ সাল থেকে ১৯৬২ সাল পযর্ন্ত সময়কালকে কী বলে? উত্তর : ১ যুগ ২৫। মাসের উল্লেখ না থাকলে যে কোনো মাস কত দিনে ধরা হয়? উত্তর : ৩০ দিনে ২৬। কত সাল থেকে কত সাল পযর্ন্ত ত্রয়োদশ শতাব্দী? উত্তর : ১২০১ সাল থেকে ১৩০০ সাল পযর্ন্ত ২৭। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? উত্তর : ঊনবিংশ শতাব্দীতে ২৮। আন্তজাির্তক রীতিতে কোন সময়কালকে একদিন ধরা হয়? উত্তর : রাত ১২টার পর থেকে পরবতীর্ রাত ১২টা পযর্ন্ত ২৪ ঘণ্টা সময়কে ১ দিন ধরা হয়। ২৯। দেশীয় রীতিতে রাত যখন ১টা ৩০ মিনিট, আন্তজাির্তক রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : ১টা ৩০ মিনিট ৩০। দেশীয় রীতিতে দুপুর যখন ১টা ৩০ মিনিট, আন্তজাির্তক রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : ১৩টা ৩০ মিনিট ৩১। কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয় না? উত্তর : আন্তজাির্তক রীতিতে ৩২। আন্তজাির্তক রীতিতে যখন ১৬টা ৪৫ মিনিট, দেশীয় রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : বিকাল ৪টা ৪৫ মিনিট ৩৩। ১ শতাব্দী = কত বছর? উত্তর : ১০০ বছর