সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর ধ্বনি ও বণর্ ১। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ক. বণর্ খ. স্বরবণর্ গ. ব্যঞ্জনবণর্ ঘ. ধ্বনি সঠিক উত্তর: ঘ. ধ্বনি ২। কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করতে যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়, তাকে কী বলা হয়? ক. বণর্ খ. শব্দ গ. পদ ঘ. ধ্বনি সঠিক উত্তর: ক. বণর্ ৩। কোন ধ্বনি উচ্চারণের সময় শব্দ সৃষ্টি হয়? ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি সঠিক উত্তর: ক. ঘোষ ধ্বনি ৪। বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার? ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পঁাচ প্রকার সঠিক উত্তর: ক. দুই প্রকার ৫। ধ্বনিনিদের্শক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়? ক. শব্দ খ. বণর্ গ. বাক্য ঘ. পদ সঠিক উত্তর: খ. বণর্ ৬। মৌলিক স্বরধ্বনি কয়টি? ক. দুটি খ. পঁাচটি গ. ছয়টি ঘ. সাতটি সঠিক উত্তর: ঘ. সাতটি ৭। ‘ক’-এর উচ্চারণস্থানের নাম কী? ক. জিহŸামূল খ. অগ্রতালু গ. পশ্চাৎ দন্ত্যমূল ঘ. ওষ্ঠ্য সঠিক উত্তর: ক. জিহŸামূল ৮। ‘প’-এর উচ্চারণস্থান কোনটি? ক. অগ্র দন্ত্যমূল খ. জিহŸামূল গ. অগ্রতালু ঘ. ওষ্ঠ সঠিক উত্তর: ঘ. ওষ্ঠ ৯। ‘ঙ’-এর উচ্চারণস্থান কোনটি? ক. তালু খ. ওষ্ঠ গ. মূধার্ ঘ. কণ্ঠ্য সঠিক উত্তর: ঘ. কণ্ঠ্য ১০। ক খ গ ঘ ঙ বণর্গুলোর উচ্চারণস্থান হলো- ক. অগ্রতালু খ. পশ্চাৎ দন্ত্যমূল গ. জিহŸামূল ঘ. অগ্র দন্ত্যমূল সঠিক উত্তর: গ. জিহŸামূল ১১। কোনগুলো স্পশর্ ধ্বনি? ক. অ থেকে ঔ খ. চ থেকে শ গ. ক থেকে ম ঘ. ট থেকে য় সঠিক উত্তর: গ. ক থেকে ম ১২। ধ্বনির মূল উৎস কী? ক. ফুসফুস খ. স্বরতন্ত্রী গ. ঠেঁাট ঘ. জিহŸা সঠিক উত্তর: ক. ফুসফুস