জানার আছে অ নে ক কি ছু

বিষয় : বিভিন্ন দেশের উপজাতি/আদিবাসী

প্রকাশ | ২৭ জুলাই ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
কুর্দি সম্প্রদায়
আফ্রিকা মহাদেশ বুশম্যান- আফ্রিকা (বতসোয়ানা ও নামিবিয়ার কালাহারি মরুভূমি সংলগ্ন অংশে) বেদুইন- আরবের যাযাবর জাতি কুর্দি- তুরস্ক, ইরান ও ইরাক (কুর্দিস্তান) হুন- মধ্য এশিয়া পাপুয়ান- পশ্চিম ইরান শেরপা- নেপাল ও তিব্বত গুর্খা- নেপাল নাগা- ভারত (নাগাল্যান্ড) খাসিয়া- ভারত (আসাম প্রদেশ) সাঁওতাল- ভারত (উড়িষ্যা ও ছোটনাগপুর) দ্রাবিড়- ভারত ও শ্রীলংকা আফ্রিদি- পাকিস্তান আইনু- জাপান