বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাভাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ জুলাই ২০২১, ০০:০০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের ২০১০-১১ সেশনের মেধাবী ছাত্রী নাসরিন আক্তার সুইটির মরণব্যাধী ক্যান্সারের চিকিৎসায় যথাসাধ্য সাহায্য করার উদ্দেশে 'গইঝঞটউঝ ঋঁহফৎধরংবৎ ওঠ-২০২১' শিরোনামে এই ফান্ডরাইজার টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

টুর্নামেন্টটি ২৯ জুলাই শুরু হয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। বিতর্ক হবে বাংলা সংসদীয় ফরম্যাটে এবং করোনা মহামারির কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় বিতর্ক প্রতিযোগিতাটি অনলাইনে অনুষ্ঠিত হবে। ওই টুর্নামেন্টে দেশসেরা বিতার্কিকরা বিচারকের ভূমিকা পালন করবেন।

সর্বমোট ৩২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এরই মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু

হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে