সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর ধ্বনি ও বণর্ ১৩। ফুসফুস থেকে আসা বাতাসের আঘাতে কী তৈরি হয়? ক. বাক্য খ. শব্দ গ. বণর্ ঘ. ধ্বনি সঠিক উত্তর: ঘ. ধ্বনি ১৪। ধ্বনি তৈরির জন্য কোনটি সহায়তা করে? ক. ফুসফুস খ. বাগ্যন্ত্র গ. বণর্ ঘ. গলনালি সঠিক উত্তর: খ. বাগ্যন্ত্র ১৫। অ, আ ধ্বনি দুটির নাম কী? ক. ওষ্ঠধ্বনি খ. তালব্যধ্বনি গ. কণ্ঠধ্বনি ঘ. দন্তধ্বনি সঠিক উত্তর: গ. কণ্ঠধ্বনি ১৬। ই, ঈ ধ্বনি দুটির নাম কী? ক. কণ্ঠধ্বনি খ. ওষ্ঠধ্বনি গ. দন্তধ্বনি ঘ. তালব্যধ্বনি সঠিক উত্তর: ঘ. তালব্যধ্বনি ১৭। নিচের কোন দুটি ওষ্ঠধ্বনি? ক. এ ঐ খ. ও ঔ গ. এ, ঔ ঘ. উ, ঊ সঠিক উত্তর: ঘ. উ, ঊ ১৮। নিচের কোনটি মূধর্ন্য ধ্বনি? ক. ধ খ. জ্ঞ গ. ঋ ঘ. ঔ সঠিক উত্তর: গ. ঋ ১৯। ‘ম’ বণির্ট কোন বগের্র অন্তগর্ত? ক. ত-বগর্ খ. ক-বগর্ গ. চ-বগর্ ঘ. প-বগর্ সঠিক উত্তর: ঘ. প-বগর্ ২০। কোনগুলো ওষ্ঠধ্বনি? ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম সঠিক উত্তর: ঘ. প ফ ব ভ ম ২১। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি সঠিক উত্তর: গ. মহাপ্রাণ ধ্বনি ২২। নাসিক্য ধ্বনি কোনটি? ক. ঙ, ঞ খ. ন, শ গ. ঠ, ঞ ঘ. ষ, ঙ সঠিক উত্তর: ক. ঙ, ঞ ২৩। ত-বগের্র বণর্ কোনটি? ক. ট খ. ণ গ. ড ঘ. ন সঠিক উত্তর: ঘ. ন