বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি সাধারণজ্ঞান

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি। ১. সাফল্য : পরিশ্রম : : ব্যথর্তা : ক. আনন্দ খ. আশা গ. আশাবাদ ঘ. হতাশা উত্তর : ঘ. হতাশা ২. গ্যাস যদি বিদ্যুৎ হয় ,তবে পানি কি? ক. জীবন খ. বৃষ্টি গ. অক্সিজেন ঘ. সেচকাজ উত্তর : ঘ. সেচকাজ ৩. মনে করুন আপনি লটারিতে ১০ লাখ টাকা জিতলেন। আপনি কি করবেন? ক. ভাগ্য পরীক্ষার জন্য রেস খেলা শুরু করবেন খ. একটি গাড়ি কিনবেন গ. আপনার মনিবকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে কাজে ইস্তফা দিবেন ঘ. সঞ্চয়পত্রে টাকা লাগাবেন উত্তর : ঘ. সঞ্চয়পত্রে টাকা লাগাবেন ৪. সত্যি কথা বললে অনেকেরই- লাগে । ক. খাররাপ খ. অঁাতে ঘা গ. ভালো ঘ. এক চোখা উত্তর : খ. অঁাতে ঘা ৫ . আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার- ক. ভাগ্নে খ. ভাতিজা গ. ভাই ঘ. মামা উত্তর : গ. ভাই ৬. ল কততম ব্যঞ্জনবণর্? ক. ২৫ খ. ২৭ গ. ২৮ ঘ. ৩০ উত্তর : গ. ২৮ ৭. ২০১৫ সালের কত তারিখে নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? ক. ২৫ এপ্রিল খ. ১১ জুন গ. ১৪ সেপ্টেম্বর ঘ. ৬ আগস্ট উত্তর : ক. ২৫ এপ্রিল ৮. পিনাক ৬ লঞ্চটি কোন নদীতে ডুবে যায়? ক. মেঘনা খ. পদ্মা গ. যমুনা ঘ. কণর্ফুলী উত্তর : খ. পদ্মা ৯. পিনাক ৬ লঞ্চ দুঘর্টনাটি কোন সালের? ক. ২০১৫ খ. ২০১৬ গ. ২০১৪ ঘ. ২০১৭ উত্তর : গ. ২০১৪ ১০. ঘূণির্ঝড় রোয়ানু মালদ্বীপের কোন ভাষার শব্দ? ক. মালয় খ. উদুর্ গ. ল্যাটিন ঘ. দিবেহি উত্তর : ঘ. দিবেহি ১১. রোয়ানু শব্দটির ইংরেজীতে অথর্ কি? ক. ঈড়রৎ জড়ঢ়ব খ. ঈড়পড়হঁঃং পড়ঃঃড়হ গ. ঈড়রৎ পড়ঃঃড়হ ঘ. ঝবধ ভষড়বিৎং উত্তর : ক. ঈড়রৎ জড়ঢ়ব