রাবির ভতির্ পরীক্ষা শুরু কাল

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ স্নাতক (সম্মান) প্রথমবষের্র ভতির্ পরীক্ষা ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাবির্ক বিষয় নিয়ে কথা বলেন উপাচাযর্ অধ্যাপক এম আব্দুস সোবহান। এতে লিখিত বক্তব্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কমর্কার জানান এবারের ভতির্ পরীক্ষায় পঁাচটি ইউনিটের আওতায় মোট ৮৮ হাজার ৫৪৩ জন ভতির্চ্ছু ভতির্ পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে প্রক্টর কতৃর্ক বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালত, মেডিকেল টিমসহ বিভিন্ন টিম কাজ করবে। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপ-উপাচাযর্ অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার এম এ বারী, কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আঞ্জুমান বানু উপস্থিত ছিলেন।