শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

৭১. শ্লোক>শোলক কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক. স্বরভক্তি

খ. অভিশ্রম্নতি

গ. স্বরসঙ্গতি

ঘ. বর্ণদ্বিত্ব

উত্তর : ক. স্বরভক্তি

৭২. হুক্কা>হুকো কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক. স্বরভক্তি

খ. অভিশ্রম্নতি

গ. স্বরসঙ্গতি

ঘ. বর্ণদ্বিত্ব

উত্তর : গ. স্বরসঙ্গতি

৭৩. কোনগুলো আদি স্বরাগমের উদাহরণ?

ক. স্নেন>সিনেহ, দর্শন>দরিশ

খ. রত্ন>রতন, ধর্ম>ধরম

গ. স্ত্রী>ইস্ত্রী, স্কুল>ইস্কুল

ঘ. গ্রাম>গেরাম, প্রেক>পেরেক

উত্তর : গ. স্ত্রী>ইস্ত্রী, স্কুল>ইস্কুল

৭৪. ক্লেশ>কিলেশ, প্রীতি>পিরীতি, গস্নাস>গেলাস এগুলো কীসের উদাহরণ?

ক. অপিনিহিতির

খ. আদি স্বরাগমের

গ. মধ্যস্বরাগমের

ঘ. অন্ত্যস্বরোগমের

উত্তর : গ. মধ্যস্বরাগমের

৭৫. কোনগুলো চলিত বাংলায় স্বরসঙ্গতি?

ক. বসতি>বস্‌তি

খ. বিলাতি>বিলিতি

গ. গিলা>গেলা, মিঠা>মিঠে

\হঘ. মুলা>মুলো, দেশি>দিশি

উত্তর : গ. গিলা>গেলা, মিঠা>মিঠে

৭৬. কোনো কোনো সময় উচ্চারণের সুবিধার্থে শব্দান্তে স্বরধ্বনি এলে, তাকে কী বলে?

ক. মধ্যস্বরাগম

খ. আদি স্বরাগম

গ. অন্ত্যস্বরাগম

ঘ. অসমীভবন

উত্তর : গ. অন্ত্যস্বরাগম

৭৭. কোনটি অন্ত্যস্বরাগমের উদাহরণ?

ক. সাউধ

খ. আস্পর্ধা

গ. স্বপন

ঘ. বেঞ্চি

উত্তর : ঘ. বেঞ্চি

৭৮. ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি?

ক. কবাট>কপাট

খ. ফলাহার>ফলার

গ. বড়াদাদা>বড়দা

ঘ. সকাল>সক্কাল

উত্তর : ক. কবাট>কপাট

৭৯. সময়ের পরিক্রমায় ধ্বনি পরিবর্তিত হওয়াকে কী বলে?

ক. শব্দ পরিবর্তন

খ. ধ্বনি পরিবর্তন

গ. ধ্বনি রূপ পরিবর্তন

ঘ. পদ পরিবর্তন

উত্তর : খ. ধ্বনি পরিবর্তন

৮০. কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ?

ক. বিলাতি-বিলিতি

খ. স্বপ্ন-স্বপন

গ. ইস্কুল

ঘ. ছোট্ট

উত্তর : খ. স্বপ্ন-স্বপন

৮১. নব্য ব্যাকরণবিদদের বড় অবদান মূলত কী?

ক. ধ্বনি ও পদের রূপ পরিবর্তন

খ. ধ্বনি পরিবর্তন আলোচনায়

গ. বাক্যের আলোচনায়

ঘ. পদের আলোচনায়

উত্তর : খ. ধ্বনি পরিবর্তন আলোচনায়

৮২. কোনটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত?

ক. বক্তার হাসিমুখে কথা বলা

\হখ. বক্তার মৃদু আওয়াজ

গ. বক্তার জিহ্বার জড়তা

ঘ. বক্তার কম কথা বলা

উত্তর : গ. বক্তার জিহ্বার জড়তা

৮৩. বক্তার শ্রবণশক্তির অপ্রখরতা কীসের উদাহরণ?

ক. পদ পরিবর্তনের

খ. শব্দ পরিবর্তনের

গ. ধ্বনি পরিবর্তনের

ঘ. পদের রূপ পরিবর্তন

উত্তর : গ. ধ্বনি পরিবর্তনের

৮৪. বাংলায় হ্রস্ব ও দীর্ঘস্বরের উচ্চারণের পার্থক্যের কারণে কোনটি হয় না?

ক. অর্থের প্রসারতা ঘটে না

খ. অর্থের সংকোচন হয় না

গ. অর্থের পার্থক্য ঘটে না

ঘ. অর্থের সমতা লাভ করে না

উত্তর : গ. অর্থের পার্থক্য ঘটে না

৮৫. ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে?

ক. শব্দ পরিবর্তনের

\হখ. পদ পরিবর্তনের

গ. ধ্বনি পরিবর্তনের

\হঘ. বাক্য পরিবর্তনের

উত্তর : গ. ধ্বনি পরিবর্তনের

৮৬. ধ্বনি পরিবর্তনের মূলত কয়টি সূত্র বিশেষভাবে মান্য?

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

\হঘ. পাঁচটি

উত্তর : ক. দুটি

৮৭. কোনটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে গণ্য?

ক. ধ্বনিলোপ

খ. ধ্বনির আকার

গ. ধ্বনি বিস্তার

ঘ. শব্দের প্রসারতা

উত্তর : ক. ধ্বনিলোপ

৮৮. সমীভবন হয় মূলত কোন ক্ষেত্রে?

ক. স্বরধ্বনির ক্ষেত্রে

খ. ব্যঞ্জন ও স্বরের ক্ষেত্রে

গ. ব্যঞ্জনের ক্ষেত্রে

ঘ. বিসর্গের ক্ষেত্রে

উত্তর : গ. ব্যঞ্জনের ক্ষেত্রে

৮৯. সমীভবনের অপর নাম কী?

ক. অসমীভবন

খ. সমীকরণ

গ. স্বরসঙ্গতির

ঘ. অসমীকরণের

উত্তর : খ. সমীকরণ

৯০. সমীভবনের সঙ্গে মিল রয়েছে?

ক. স্বরভক্তির

খ. সমীকরণের

গ. স্বরসঙ্গতির

ঘ. অসমীকরণের

উত্তর : গ. স্বরসঙ্গতির

৯১. সমীভবন/সমীকরণ মূলত কত ধরনের?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

উত্তর : খ. তিন

৯২. 'আলমারি' শব্দটি এসেছে?

ক. আরমালি থেকে

খ. আলমারি থেকে

গ. আলমিরা থেকে

ঘ. আরমারী থেকে

উত্তর : গ. আলমিরা থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে