শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অষ্টম শ্রেণির পড়াশোনা

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয়, বাগাইছড়ি, রাঙামাটি
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

অধ্যায়-১

১. নিচের কোনটি দ্বারা ছবি তোলা এবং ভিডিও করা যায়?

ক. জিএসএম খ. মোবাইল ফোন

গ. ডেস্কটপ ঘ. জিপিএস

উত্তর : খ. মোবাইল ফোন

২. রাস্তা-ঘাট চিনতে গাড়ির ড্রাইভার কোনটি ব্যবহার করেন?

ক. এপিএস খ. জিপিএস

গ. নোটবুক ঘ. ই-মেইল

উত্তর : খ. জিপিএস

৩. জিপিএস এখন কাজ করে কীভাবে?

ক. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে

খ. কেবল নেটওয়ার্কের মাধ্যমে

গ. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে

ঘ. বিদু্যৎ তরঙ্গের মাধ্যমে

উত্তর : গ. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে

৪. রেডিও ও টেলিভিশন ছাড়া গান শোনা যায়-

র. কম্পিউটারে

রর. মোবাইল ফোনে

ররর. ই-বুক রিডারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৫. বই পড়ার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?

ক. এক্সোবেড রিডার খ. ই-বুক রিডার

গ. এডোব রিডার ঘ. মাইক্রো রিডার

উত্তর : খ. ই-বুক রিডার

৬. নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট?

ক. ইয়াহু খ. ফেসবুক

গ. গুগল ঘ. ইউটিউব

উত্তর : খ. ফেসবুক

৭. ই-চিকিৎসাকেন্দ্রে কিসের খোঁজ নেওয়া হয়?

ক. শিক্ষকের

খ. ডাক্তারের

গ. চাকরির

ঘ. বইয়ের

উত্তর : খ. ডাক্তারের

৮. নতুন কণিকা নিউট্রিনো সম্পর্কে কোথা থেকে জানা যায়?

ক. উইকিপিডিয়াতে

খ. ই-মেইলে

গ. নোটবুকে

ঘ. বুক-রিডারে

উত্তর : ক. উইকিপিডিয়াতে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে