প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনÑ

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। সপ্তম অধ্যায় প্রশ্ন ৩. মানবাধিকার কী করতে সাহায্য করে? উত্তর : মানবাধিকার মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে। প্রশ্ন ৪. সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কিসের প্রয়োজন? উত্তর : সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য মানবাধিকারের বাস্তবায়ন প্রয়োজন। প্রশ্ন ৫. আমাদের সমাজে কোন কোন ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য করা হয়। উত্তর : আমাদের সমাজে শিক্ষা, খাদ্য, মজুরি, চাকরির ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য করা হয়। প্রশ্ন ৬. মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় কী? উত্তর : মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের বিভিন্ন কাজে অংশগ্রহণ করা উচিত। প্রশ্ন ৭. মানবাধিকারের প্রয়োজনীয়তা লেখ। উত্তর : আমাদের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে এবং লেখাপড়া শিখে যোগ্যতা ও মযার্দার সঙ্গে সমাজে বসবাসের সুযোগ করে দেয়ার জন্য মানবাধিকারের প্রয়োজন রয়েছে। অষ্টম অধ্যায় প্রশ্ন ১. নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কী রয়েছে? উত্তর : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কতর্ব্য রয়েছে। প্রশ্ন ২. আইন অমান্য করলে কী ভোগ করতে হয়? উত্তর : আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। প্রশ্ন ৩. রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেয়া উচিত কেন? উত্তর : রাষ্ট্রের ব্যয় নিবাের্হর জন্য নাগরিকদের নিয়মিত কর দেয়া উচিত। প্রশ্ন ৪. আমাদের দেশে নাগরিকরা কত বছর বয়স হলে ভোট দিতে পারে? উত্তর : আমাদের দেশে নাগরিকরা ১৮ বছর বয়স হলে ভোট দিতে পারে। প্রশ্ন ৫. দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের কী করা উচিত? উত্তর : দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া উচিত। প্রশ্ন ৬. সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা কাদের দায়িত্ব? উত্তর : সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক মা-বাবার দায়িত্ব। প্রশ্ন ৭. দুঘর্টনার অন্যতম কারণ কী? উত্তর : অসাবধানে পথচলা দুঘর্টনার অন্যতম কারণ। প্রশ্ন ৮. দুঘর্টনা এড়ানোর জন্য রাস্তায় কিভাবে চলা উচিত? উত্তর : দুঘর্টনা এড়ানোর জন্য রাস্তায় চলার সময় আমাদের নিরাপত্তা সম্পকের্ সচেতন থাকতে হবে এবং রাস্তায় চলার নিয়মগুলো মেনে চলার অভ্যাস করতে হবে। প্রশ্ন ৯. রাস্তা পারাপারের একটি নিয়ম উল্লেখ কর। উত্তর : রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করা। নবম অধ্যায় প্রশ্ন ১. কোন শিশুরা অন্যদের মতো হৈচৈ না করে একা একা থাকতে চায়? উত্তর : অটিস্টিক শিশুরা অন্যদের মতো হৈ চৈ না করে একা একা থাকতে চায়। প্রশ্ন ২. অটিজম কী? উত্তর : অটিজম একটি বিকাশগত সমস্যা। প্রশ্ন ৩. কিসের মাধ্যমে অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব? উত্তর : সমস্যার ধরনগুলো জেনে সঠিক শিক্ষার মাধ্যমে অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব।