প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। ত্রয়োদশ অধ্যায় ১২। বাংলাদেশের মোট এরিয়া বা আয়তন কত? উত্তর : ১,৪৭,৫৭০ বগর্ কিলোমিটার (এক লক্ষ সাতচল্লিশ হাজার বগর্ কিলোমিটার) ১৩। দক্ষিণ এশিয়ার কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর : ভারতে ১৪। দক্ষিণ এশিয়ার কোন দেশে জনসংখ্যা সবচেয়ে কম? উত্তর : ভুটানে ১৫। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? উত্তর : কোনো এলাকায় গড়ে প্রতি বগর্ কিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যা হলো ঐ এলাকার জনসংখ্যার ঘনত্ব। ১৬। ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? উত্তর : ১৪,২৩,১৯,০০০ ১৭। কয়টি অক্ষরেখার সাহায্যে লেখচিত্র অঁাকা হয়? উত্তর : ২টি ১৮। প্রদত্ত তথ্য বা সংগৃহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য কাযর্কর মাধ্যমের নাম কী? উত্তর : লেখচিত্র ১৯। ২০০১ সাল খেকে ২০১০ সাল পযর্ন্ত সময়কে কী বলা হয়? উত্তর : ১ দশক ২০। একটি আদশর্ পরিবারের লেকসংখ্যা কত? উত্তর : ৪ জন ২১। জনসংখ্যার হিসাবে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর : ৯ম