জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ঔপনিবেশিক যুগে ঢাকা শহরে নিমির্ত ইমারতÑ

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৪ ৪০। ঔপনিবেশিক যুগে ঢাকা শহরে নিমির্ত ইমারত হলোÑ (র) জনতা ব্যাংক ভবন (রর) চিনি টিকরি মসজিদ (ররর) আমেির্নয়ান গিজার্ নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর ৪১। কাজর্ন হল ভবনটি কোন আমলে নিমির্ত হয়েছে? (ক) পাল আমলে (খ) সেন আমলে (গ) মোঘল আমলে (ঘ) ইংরেজ আমলে সঠিক উত্তর : ঘ) ইংরেজ আমলে ৪২। আহসান মঞ্জিল কাদের প্রাসাদ নামে পরিচিত? (ক) ঢাকার নবাবদের (খ) সৈনিকদের (গ) ঢাকার নায়েবদের (ঘ) বণিকদের সঠিক উত্তর : (ক) ঢাকার নবাবদের ৪৩। ব্রিটিশ আমলে নিমির্ত ভবনগুলোতে যে ধরনের স্থাপত্যরীতি অনুসরণ করা হয়েছেÑ (র) ইউরোপীয় রীতি (রর) গ্রিক রীতি (ররর) মোগল রীতি নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও ররর ৪৪। কাজর্ন হল কেন নিমার্ণ করা হয়েছিল? (ক) অফিস বাড়ি হিসেবে ব্যবহারের জন্য (খ) বিচারকাযর্ পরিচালনার জন্য (গ) সৌন্দযর্ বধের্নর জন্য (ঘ) হিসাবকাযর্ পরিচালনার জন্য সঠিক উত্তর : (ক) অফিস বাড়ি হিসেবে ব্যবহারের জন্য ৪৫। পুরনো হাইকোটর্ ভবনটি কোন আমলে নিমির্ত হয়েছে? (ক) মোগল আমলে (খ) সুলতানি আমলে (গ) ইংরেজ আমলে (ঘ) পাকিস্তানি আমলে সঠিক উত্তর : (গ) ইংরেজ আমলে