জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : মীনচেতন কে রচনা করেছেন? উত্তর : শ্যামাদাস সেন। প্রশ্ন : মীনচেতন কে সম্পাদনা করেছেন? উত্তর : ড. নলীনিকান্ত ভট্টশালী। প্রশ্ন : মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিগণের সবাের্পক্ষা উল্লেখযোগ্য অবদান কী? উত্তর : রোমান্টিক প্রণয়োপাখ্যান। প্রশ্ন : মধ্যযুগে ফারসি ভাষা থেকে অনূদিত প্রণয়োপাখ্যানগুলো কী কী? উত্তর : ইউসুফ-জুলেখা, লাইলী-মজনু, গুলে বকাওয়ালী, সয়ফুলমুলুক বদিউজ্জামাল, প্রশ্ন : মধ্যযুগে হিন্দি ভাষা থেকে অনূদিত প্রণয়োপাখ্যানগুলো কী কী? উত্তর : পদ্মাবতী, সতীময়না লোরচন্দ্রনী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি। প্রশ্ন : গুলে বকাওয়ালী কে রচনা করেন? উত্তর : নওয়াজিশ আলী খান। প্রশ্ন : গুলে বকাওয়ালী অন্য কোন কবি রচনা করেন? উত্তর : মুহাম্মদ মুকিম। প্রশ্ন : সয়ফুলমুলুক বদিউজ্জামাল কাব্যের কাহিনী কী? উত্তর : আরবীয় উপন্যাস বা আলীফ লায়লা। প্রশ্ন : সয়ফুলমুলুক বদিউজ্জামাল কে রচনা করেন? উত্তর : আলাওল।