প্রাথমকি শক্ষিা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

ক্যালকুলেটরে সাধারণত কয়টি বোতাম থাকে?

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। চতুদর্শ অধ্যায় ১। ক্যালকুলেটর কী? উত্তর : হিসাব নিকাশের সহায়ক যন্ত্র ২। ঈধষপঁষধঃড়ৎ অথর্ কী? উত্তর : গণনাকারী ৩। ক্যালকুলেটরে সাধারণত কয়টি বোতাম থাকে? উত্তর : ২৬টি ৪। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর চালু করতে হয়? উত্তর : ঙঘ/অঈ ৫। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়? উত্তর : ঙঋঋ ৬। ১০ + ৫ = কত? এর সমাধান করতে চাইলে একটি সচল ক্যালকুরেটরে কয়টি বোতাম চাপতে হবে? উত্তর : ৫টি ৭। একটি সচল ক্যালকুলেটরে ১২´১১ =১৩২ সমস্যা সমাধান করতে কয়টি বোতাম চাপতে হবে? উত্তর : ৬টি ৮। ১০ ও ১২ এর যোগফল নিণের্য়র জন্য ক্যালকুলেটরে প্রথম কোন বোতাম চাপ দিতে হয়? উত্তর : ঙঘ/অঈ ৯। ৬৪ গু ৮ ´ ১২ - ৫০ এর সমাধান নিণের্য় ক্যালকুলেটর সচল অবস্থায় কতটি ধাপের প্রয়োজন হবে? উত্তর : ৩টি ১০। ৮ + ১২ + ৬০ = কত? এই অঙ্কটি সমাধান করতে বন্ধ ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপতে হবে? উত্তর : ৯টি