জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : সয়ফুলমুলুক বদিউজ্জামাল অন্য কোন কোন কবি রচনা করেন? উত্তর : দেনা গাজী চৌধুরী, ইব্রাহিম ও মালে মোহম্মদ। প্রশ্ন : সপ্তপয় কর কে রচনা করেন? উত্তর : আলাওল। প্রশ্ন : সপ্ত পয়কর কোন কবির রচনার ভাবানুবাদ? উত্তর : পারস্যর কবি নিজামী গঞ্জভীর সপ্তপয় কর কাব্যের। প্রশ্ন : লাইলী মজনু কে রচনা করেন? উত্তর : বহরাম খান। প্রশ্ন : ইউসুফ-জুলেখা কে রচনা করেন? উত্তর : শাহ মুহম্মদ সগীর। প্রশ্ন : ইউসুফ-জুলেখা অন্য কোন কোন কবি রচনা করেন? উত্তর : আব্দুল হাকিম, গরীবুল্লাহ, গোলাম সাফাতউল্লাহ, সাদেক আলী ও ফকির মুহাম্মদ। প্রশ্ন : কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পযর্ন্ত? উত্তর : ১৮ শতাব্দীর প্রথমাধর্ থেকে ১৯ শতাব্দীর প্রথমাধের্। প্রশ্ন : কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়ালের নাম কী কী? উত্তর : গেঁাজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ। প্রশ্ন : কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত কে? উত্তর : গেঁাজলা গুঁই। প্রশ্ন : গেঁাজলা গুই এর উল্লেখযোগ্য শিষ্য কে কে? উত্তর : লালু নন্দলাল, রঘুনন্দ, রামজীবন দাস প্রমুখ। প্রশ্ন : বাংলা টম্পাগানের জনক কে ছিলেন? উত্তর : নিধু বাবু। প্রশ্ন : নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এটির রচয়িতা কে? উত্তর : নিধু বাবু। প্রশ্ন : টম্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সূত্রপাত?