বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির ২৭. বাংলা ভাষার আদি নিদশর্ন চযার্পদ আবিষ্কৃত হয় কত সালে? (ক) ২০০৭ সালে (খ) ১৯০৭ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯১৬ সালে সঠিক উত্তর : (খ) ১৯০৭ সালে ২৮. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? (ক) বীরবল (খ) ভিমরুল (গ) অনিলাদেবী (ঘ) যাযাবর সঠিক উত্তর : (গ) অনিলাদেবী ২৯. ‘আধ্যাত্মিক’ উপন্যাসের লেখক কে? (ক) প্যারীচঁাদ মিত্র (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) দমোদর বন্দ্যোপাধ্যায় (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর : (ক) প্যারীচঁাদ মিত্র ৩০. ‘অনীক’ শব্দের অথর্Ñ (ক) সূযর্ (খ) সমুদ্র (গ) যুদ্ধক্ষেত্র (ঘ) সৈনিক সঠিক উত্তর : (ঘ) সৈনিক ৩১. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? (ক) মধ্যপদলোপী কমর্ধারয় (খ) ষষ্ঠী তৎপুরুষ (গ) পঞ্চমী তৎপরুষ (ঘ) উপমান কমর্ধারয় সঠিক উত্তর : (ক) মধ্যপদলোপী কমর্ধারয় ৩২. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? (ক) গোবিন্দ দাস (খ) কায়কোবাদ (গ) কাহু পা (ঘ) ভুসুকু পা সঠিক উত্তর : (ঘ) ভুসুকু পা ৩৩. ‘আফতাব’ শব্দের সমাথর্ কোনটি? (ক) অণর্ব (খ) রাতুল (গ) অকর্ (ঘ) জলধি সঠিক উত্তর : (গ) অকর্ ৩৪. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদÑ (ক) বাগ + অম্বর (খ) বাগ + আড়ম্বর (গ) বাক + অম্বর (ঘ) বাক্ + আড়ম্বর সঠিক উত্তর : (ঘ) বাক্ + আড়ম্বর ৩৫. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’Ñ এই চরণদ্বয়ের লেখকÑ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কুসুমকুমারী দাস (গ) মদনমোহন তকার্লঙ্কার (ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার সঠিক উত্তর : (গ) মদনমোহন তকার্লঙ্কার ৩৬. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতয়ি রচনার সংকলন? (ক) রূপকথা (খ) ছোটগল্প (গ) প্রামূগীতিকা (ঘ) রূপকথা-উপকথা। সঠিক উত্তর : (ক) রূপকথা ৩৭. বাংলা ভাষায় চন্দ প্রধানত কত প্রকার? (ক) ২ (খ) ৪ (গ) ৩ (ঘ) ৫ সঠিক উত্তর : (গ) ৩ ৩৮. কঁাঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক? (ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (খ) সুভাষা মুখোপাধ্যায় (গ) কাজী ইমদাদুল হক (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর : (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৩৯. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? (ক) ভ (খ) ঠ (গ) ফ (ঘ) চ সঠিক উত্তর : (ঘ) চ ৪০. ‘অপ’ কী ধরনের উপসগর্? (ক) সংস্কৃত (খ) বাংলা গ) বিদেশি (ঘ) মিশ্র সঠিক উত্তর : (ক) সংস্কৃত