ড্যাফোডিলে গোল টেবিল বৈঠক

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্ট ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘বাংলাদেশে কাযর্কর ট্রাফিক ব্যবস্থাপনা : দেশের সাবির্ক উন্নয়নের অণুঘটক’ শীষর্ক এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে। গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রান্সপোটর্ কো-অডিের্নশন অথরিটির (ডিটিসিএ) নিবার্হী পরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার রাকিবুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ট্রাস্টি বোডের্র চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর উপাচাযর্ প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচাযর্ প্রফেসর ড. এসএম মাহাবুব-উল-হক মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক শামসুল হক, পিএইচডি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিচালক (এক্সিডেন্ট রিসাচর্ ইনস্টিটিউট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোড সেফটি ফাউন্ডেশনের প্রফেসর ড. এআই মাহাবুব উদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম প্রমুখ।