প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

গারোদের প্রধান উৎসবÑ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। দ্বাদশ অধ্যায় প্রশ্ন ৪. গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম কী? উত্তর : গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম বঁাশ কোড়ল। প্রশ্ন ৫. গারোদের প্রধান উৎসবের নাম কী? উত্তর : গারোদের প্রধান উৎসবের নাম ‘ওয়াংগালা’। প্রশ্ন ৬. খাসিয়াদের প্রধান দেবতার নাম কী? উত্তর : খাসিয়াদের প্রধান দেবতার নাম ‘উবøাই নাংথউ’। প্রশ্ন ৭. ম্রোরা কোন ধমার্বলম্বী? উত্তর : ম্রোরা বৌদ্ধধমার্বলম্বী। প্রশ্ন ৮. বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী? উত্তর: বাংলাদেশের ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। প্রশ্ন ৯. পাবর্ত্য চট্টগ্রামের ত্রিপুরারা কোন ধমের্র অনুসারী? উত্তর : পাবর্ত্য চট্টগ্রামের ত্রিপুরারা সনাতনধমের্র অনুসারী। প্রশ্ন ১০. ত্রিপুরারা গ্রামের সব লোকের মঙ্গলের জন্য কী পূজা করে? উত্তর : ত্রিপুরারা গ্রামের সবার মঙ্গলের জন্য ‘কের’ পূজা করে। প্রশ্ন ১১. ত্রিপুরারা কোন সময়ে ‘বৈসু’ উৎসব পালন করে? উত্তর : ত্রিপুরারা বাংলা বছরের শেষ দুই দিন ও নববষের্র প্রথম দিনে ‘বৈসু’ উৎসব পালন করে। প্রশ্ন ১২. ওঁরাওদের প্রধান উৎসবের নাম কী? উত্তর : ওঁরাওদের প্রধান উৎসবের নাম ‘ফাগুয়া’। ত্রয়োদশ অধ্যায় প্রশ্ন ১. পৃথিবীতে মোট কতটি দেশ রয়েছে? উত্তর : পৃথিবীতে মোট ১৯৬টি দেশ রয়েছে। প্রশ্ন ২. বহিবির্শ্ব কাকে বলে? উত্তর : নিজ দেশের বাইরে যেসব দেশ রয়েছে এসব দেশকে বহিবির্শ্ব বলে। প্রশ্ন ৩. সাকর্ কী ধরনের সংস্থা? উত্তর : সাকর্ একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। প্রশ্ন ৪. বিশ্বে এ পযর্ন্ত কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে? উত্তর : বিশ্বের এ পযর্ন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। প্রশ্ন ৫. কত তারিখে জাতিসংঘ গঠিত হয়? উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। প্রশ্ন ৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর : বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। প্রশ্ন ৭. বতর্মানে জাতিসংঘের সদস্যসংখ্যা কত? উত্তর : বতর্মানে জাতিসংঘের সদস্যসংখ্যা ১৯৩। প্রশ্ন ৮. জাতিসংঘের কয়টি শাখা রয়েছে? উত্তর : জাতিসংঘের ছয়টি শাখা রয়েছে। প্রশ্ন ৯. বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে? উত্তর : বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। প্রশ্ন ১০. জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র কতটি? উত্তর : জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র পঁাচটি। প্রশ্ন ১১. ইউনিসেফ কী কাজ করে? উত্তর : ইউনিসেফ বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে।