প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

কম্পিউটার কী?

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। চতুদর্শ অধ্যায় ১১। গাণিতিক সমস্যা সমাধানে কোন যন্ত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য ভ‚মিকা পালন করে? উত্তর : ক্যালকুলেটর ১২। কম্পিউট শব্দের অথর্ কী? উত্তর : হিসাব করা ১৩। কম্পিউটার কী? উত্তর : কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র ১৪। আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তর : চালর্স ব্যাবেজ ১৫। কম্পিউটারের কাযর্পদ্ধতির মূল বিষয়টি কেমন? উত্তর : খুবই সোজা ১৬। কম্পিউটারের মূল অংশ কয়টি? উত্তর : ৪টি ১৭। কম্পিউটারের মূল অংশগুলোর নাম লিখ। উত্তর : ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট ১৮। কম্পিউটার কয়টি মূল অংশের সমন্বয়ে কাজ করে? উত্তর : ৪টি ১৯। তথ্য-উপাত্ত ঢোকানোর জন্য কোন ডিভাইস দরকার? উত্তর : ইনপুট ডিভাইস ২০। কি-বোডর্ ও মাউস কোন ধরনের ডিভাইস? উত্তর : ইনপুট ডিভাইস ২১। মনিটর কী? উত্তর : আউটপুট ডিভাইস ২২। কোন যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র বলা হয়? উত্তর : অ্যাবাকাস যন্ত্র