জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত?

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৪ ৪৬। কত খ্রিষ্টাব্দে ভারতীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? (ক) ১৮৫০ খ্রিষ্টাব্দে (খ) ১৮৫৭ খ্রিষ্টাব্দে (গ) ১৮৫৮ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৫৯ খ্রিষ্টাব্দে সঠিক উত্তর : (খ) ১৮৫৭ খ্রিষ্টাব্দে ৪৭। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সংরক্ষণ ও প্রদশর্ন করা আছেÑ (র) রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা নিদশর্ন (রর) ব্রোঞ্চের বিভিন্ন মূতির্ (ররর) রবীন্দ্রনাথের মূল্যবান আলোকচিত্র নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৪৮। লালবাগ মসজিদটি ঢাকার কোন রোডে অবস্থিত? (ক) আলাউদ্দিন রোডে (খ) পাটুয়াটুলি রোডে (গ) নাজিমউদ্দিন রোডে (ঘ) হরনাথ ঘোষ রোডে সঠিক উত্তর : (ঘ) হরনাথ ঘোষ রোডে ৪৯। ইংরেজদের সমথর্ক নওয়াব কে ছিলেন? (ক) আব্দুল গণি (খ) ওসমান গণি (গ) রাজ্জাক শনি (ঘ) আব্দুল লতিফ সঠিক উত্তর : (ক) আব্দুল গণি ৫০। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল, তাদের মধ্যে সুন্দর কোনটি? (ক) লালবাগ কেল্লা (খ) আহসান মঞ্জিল (গ) কাজর্ন হল (ঘ) লাল কুঠির সঠিক উত্তর : (গ) কাজর্ন হল ৫১। তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত? (ক) নারায়ণগঞ্জ (খ) রংপুর (গ) চঁাপাই নবাবগঞ্জ (ঘ) খুলনা সঠিক উত্তর : (খ) রংপুর