সপ্তম শ্রেণির পড়াশোনা

কোন স্বরবণের্র সংক্ষিপ্ত রূপ নেই?

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর ধ্বনি ও বণর্ ৩৫. নিচের কোন দুটি ধ্বনি অন্তঃস্থ ধ্বনি? ক. শ ও হ খ. ষ ও স গ. য ও ব ঘ. ন ও ম সঠিক উত্তর: গ. য ও ব ৩৬. ‘ন’-এর উচ্চারণ স্থান কোনটি? ক. জিহŸা মূল খ. দন্ত গ. কণ্ঠ ঘ. ওষ্ঠ সঠিক উত্তর: খ. দন্ত ৩৭. কোন ধ্বনিগুলোকে শ্রæতিযোগ্য করে উচ্চারণ করতে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়? ক. উষ্ম ধ্বনি খ. ঘোষধ্বনি গ. ব্যঞ্জনধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি সঠিক উত্তর: গ. ব্যঞ্জনধ্বনি ৩৮. কোন স্বরবণের্র সংক্ষিপ্ত রূপ নেই? ক. অ খ. আ গ. ই ঘ. ঈ সঠিক উত্তর: ক. অ ৩৯. বগীর্য় বণের্ক কয় ভাগে ভাগ করা হয়েছে? ক. চার ভাগে খ. পঁাচ ভাগে গ. ছয় ভাগে ঘ. তিন ভাগে সঠিক উত্তর: খ. পঁাচ ভাগে সন্ধি ১. ‘একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবতের্নর নাম সন্ধি’-এ সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ খ. ডক্টর মুহম্মদ এনামুল হক গ. ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঘ. ডক্টর সুকুমার সেন সঠিক উত্তর: খ. ডক্টর মুহম্মদ এনামুল হক ২. সন্ধি প্রধানত কয় প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পঁাচ সঠিক উত্তর: ক. দুই ৩. তৎসম সন্ধির নিয়ম প্রয়োগ করে ভিন্ন নিয়মে যে সন্ধি করা হয়, তাকে কী বলে? ক. বিসগর্ সন্ধি খ. সংস্কৃতগত সন্ধি গ. ব্যঞ্জন সন্ধি ঘ. খঁাটি বাংলা সন্ধি সঠিক উত্তর: ঘ. খঁাটি বাংলা সন্ধি ৪. সন্ধির উদ্দেশ্য কী? ক. শব্দের মিলন খ. বণের্র মিলন গ. ধ্বনিগত মাধুযর্ সম্পাদন ঘ. শব্দগত মাধুযর্ সম্পাদন সঠিক উত্তর: গ. ধ্বনিগত মাধুযর্ সম্পাদন ৫. ‘রাজ্ঞী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. রাজ্ + নী খ. রাজ + নি গ. রাগ + নী ঘ. রাজ্ঞ + নী সঠিক উত্তর: ক. রাজ্ + নী ৬. এক পদে কোন সন্ধি হয়? ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জন সন্ধি গ. নিত্য সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক উত্তর: গ. নিত্য সন্ধি