কুয়েটে বৃত্তির চেক হস্তান্তর

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
২২ অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষাথীের্দর মধ্যে কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এশিয়া প্যাসিফিক (এএএপি) ও কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোকাল কালেকশন ফান্ডের বৃত্তি প্রদান করা হয়েছে। প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ২২ জন শিক্ষাথীের্দর মধ্যে বৃত্তি হিসাবে জনপ্রতি দশ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন কুয়েট এএএপি লোকাল রিপ্রেজেনটেটিভ কমিটির সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এএনএম মিজানুর রহমান, কুয়েট এএএপি লোকাল রিপ্রেজেনটেটিভ কমিটির সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এমএমএ হাসেম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. শফিউল ইসলাম ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলাম, কুয়েট এএএপি লোকাল রিপ্রেজেনটেটিভ কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) শেখ আক্কাছ আলী।