প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

স্যালাইন বানানোর নিয়ম কী?

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ ৬৭। আলু, পেঁয়াজ, গাজর হিমাগারে Ñ করা যায়। উত্তর : সংরক্ষণ ৬৮। যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে Ñ রোগ বলে। উত্তর : পানিবাহিত ৬৯। যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে Ñ রোগ বলে। উত্তর : বায়ুবাহিত ৭০। স্ত্রী Ñ মশা ডেঙ্গু জীবাণুর বাহক। উত্তর : এডিস ৭১। রোগজীবাণু বহনকারী স্ত্রী Ñ মশার কামড়ে ম্যালেরিয়া হয়। উত্তর : অ্যানোফিলিস ৭২। একবার তৈরি স্যালাইন Ñ ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না। উত্তর : ছয় ৭৩। মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর Ñ ঘটে। উত্তর : বংশ বৃদ্ধি ৭৪। রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে Ñ হয়। উত্তর : জন্ডিস ৭৫। গ্রামের চেয়ে শহরেই Ñ রোগটি বেশি হয়। উত্তর : টাইফয়েড ৭৬। পানিবাহিত রোগ থেকে বঁাচার প্রধান উপায় হলো Ñ পানি পান করা। উত্তর : নিরাপদ ৭৭। য²া একটা মারাত্মক বায়ুবাহিত Ñ রোগ। উত্তর : সংক্রামক ৭৮। য²াকে Ñ বা Ñ বলা হয়। উত্তর : টিবি বা ক্ষয়রোগ ৭৯। Ñ কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে। উত্তর : গোল ৮০। কৃমি Ñ প্রধান কারণ। উত্তর : অপুষ্টির ৮১। Ñ নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়। উত্তর : স্ট্রেপটোকক্কাস ৮২। Ñ নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়। উত্তর : এইচআইভি ৮৩। দাদ, খোসপঁাচড়া, বিখাউজ ইত্যাদি Ñ রোগ। উত্তর : ত্বকের ৮৪। জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের Ñ বলে। উত্তর : বধির ৮৫। নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের Ñ সমস্যা হতে পারে। উত্তর : সাইনাসের ৮৬। খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে Ñ ডিম দেহের ভেতরে প্রবেশ করে। উত্তর : কৃমির ৮৭। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর দেহ থেকে Ñ ও Ñ বেরিয়ে যায়। উত্তর : পানি ও লবণ ৮৮। আমাদের বেঁচে থাকার জন্যÑ অবশ্যই প্রয়োজনীয়। উত্তর : পানি ৮৯। সূযের্র তাপে পানি Ñ পরিণত হয়। উত্তর : জলীয় বাষ্পে