জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জীবনব্যাপী চলমান প্রক্রিয়াÑ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৫ ১৩। বেতার মানুষের মনে প্রসার ঘটায়Ñ (র) পারস্পারিক সহযোগিতা (রর) সংস্কৃতিবোধ (ররর) গণসচেতনতা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৪। কোনটি মানুষের জীবনব্যাপী চলমান প্রক্রিয়াÑ (ক) শিক্ষা (খ) সংস্কৃতি (গ) আবেগ (ঘ) অনুমান সঠিক উত্তর : (খ) সংস্কৃতি ১৫। জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত যে প্রক্রিয়া চলতে থাকে তার নামÑ (ক) সামাজিকীকরণ (খ) অনুকরণ (গ) অভিভাবন (ঘ) অঙ্গীভ‚তকরণ সঠিক উত্তর : (ক) সামাজিকীকরণ ১৬। সহনশীলতা, সহমমির্তা, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়Ñ (র) সমবয়সী সঙ্গীদের সাথে খেলাধুলার মাধ্যমে (রর) বন্ধুদের সাথে সদভাব থাকলে (ররর) তারা একে অপরের কাছ থেকে শিখে চলে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রও ররর (গ) রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১৭। সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কখনÑ (ক) জন্মের সময়ে (খ) জন্মের পরে (গ) জন্মের আগে (ঘ) মৃত্যুর আগে সঠিক উত্তর : (খ) জন্মের পরে