জানার আছে অনেক কিছু

মীর মশাররফ হোসেন ঁজন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রি: মৃত্যু: ১৯ ডিসেম্বর ১৯১২ খ্রি:

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম কী? উত্তর : গাজী মিয়া। প্রশ্ন : মধুসূদন মজুমদার এর ছদ্মনাম কী? উত্তর : দৃষ্টিহীন। প্রশ্ন : মোহিত লাল মজুমদার এর ছদ্মনাম কী? উত্তর : সত্য সুন্দর দাস। প্রশ্ন : মোজাম্মেল হক এর উপাধি কী? উত্তর : শান্তিপুরের কবি। প্রশ্ন : যতীন্দ্রনাথ বাগচীর উপাধি কী? উত্তর : দুঃখবাদের কবি। প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কী? উত্তর : বিশ্বকবি, নাইট। প্রশ্ন : রাজশেখর বসু এর ছদ্মনাম কী? উত্তর : পরশুরাম। প্রশ্ন : রামনারায়ণ এর উপাধি কী? উত্তর : তকর্রতœ।