শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

কাকতাড়ুয়া

১৩৭. মিঠুদের বাড়ি থেকে ফেরার পথে বুধার কার সাথে দেখা হয়?

ক. ফুলকলির সাথে

খ. কুন্তির সাথে

গ. চাচির সাথে

ঘ. আহাদ মুন্সির সাথে

উত্তর : খ. কুন্তির সাথে

১৩৮. কে বুধার সাথে যুদ্ধ করতে চায়?

ক. ফুলকলি খ. কুন্তি

গ. মধু ঘ. মতিউর

উত্তর:খ. কুন্তি

১৩৯. কুন্তি বুধার বাবা-মায়ের কবরের যত্ন নেয় কেন?

ক. বুধা খুশি হবে বলে

খ. মা আদেশ করেছেন বলে

গ. তারা যুদ্ধে শহিদ হয়েছেন বলে

ঘ. বুধা বলেছিল বলে

উত্তর : ক. বুধা খুশি হবে বলে

১৪০. কুন্তির মতে কীসের কথা ভাবলে যুদ্ধ করা যায় না?

ক. দেশের কথা খ. মরণের কথা

গ. পরিবারের কথা ঘ. ক্ষুধার কথা

উত্তর : খ. মরণের কথা

১৪১. ফজু কাকা বুধাকে মাটি কাটার দলে নিতে চায় না কেন?

ক. বুধা মুক্তিবাহিনীর পক্ষে বলে

খ. বুধার শরীরে শক্তি কম বিবেচনায়

গ. বুধার অভিজ্ঞতা নেই বলে

ঘ. বুধা মিলিটারিদের সাথে ভাব করেছে বলে

উত্তর : খ. বুধার শরীরে শক্তি কম বিবেচনায়

১৪২. বাঙ্কার কাটার কাজ তদারক করে কে?

ক. আহাদ মুন্সি খ. মতিউর

গ. কুদ্দুস ঘ. ফজু মিয়া

উত্তর : খ. মতিউর

১৪৩. বুধা ফজু মিয়ার কাছে বাঙ্কার দেখে আসার অনুমতি চায় কেন?

ক. জীবনে আর দেখার সুযোগ পাবে না বলে

খ. মাইন পুঁতে রেখে আসতে

গ. বাঙ্কারে নিজের নাম লিখে আসতে

ঘ. বাঙ্কারে লুকিয়ে থাকতে

উত্তর : খ. মাইন পুঁতে রেখে আসতে

১৪৪. ফজু মিয়ার মতে বাঙ্কার মিলিটারিদের জন্য কী হবে?

ক. বিছানা খ. ঘর

গ. কবর ঘ. শহর

উত্তর : গ. কবর

১৪৫. বুধা কাকে সালাম করে ভোঁ দৌড় দেয়?

ক. ফজু মিয়াকে খ. চাচিকে

গ. আহাদ মুন্সিকে ঘ. মধুর মাকে

উত্তর : ক. ফজু মিয়াকে

১৪৬. শাহাবুদ্দিন ও বুধা কী খায়?

ক. দই-চিঁড়ে খ. রুটি-কলা

গ. গুড়-মুড়ি ঘ. ডাল-ভাত

উত্তর : গ. গুড়-মুড়ি

১৪৭. উপন্যাসের মধ্যে ঔপন্যাসিকের জীবনানুভূতির প্রকাশ পাওয়ার কারণ-

র. জীবনের ঘটনার আলোকে উপন্যাস রচনা করেন বলে

রর. উপন্যাসে লেখকরা নিজের ভাবনাকে মিশিয়ে দেন বলে

ররর. উপন্যাসে ঘটনার বর্ণনা থাকে বলে

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৪৮. উপন্যাস রচনায় লেখকরা কাহিনীর আশ্রয় নেন-

র. নিজের কথা বলার তাগিদে

রর. মনের খেয়ালে

ররর. সমাজের কথা বলার তাগিদে

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৪৯. বুধা তার পরিবার-পরিজনকে হারিয়েছিল

র. পাকিস্তানি বাহিনীর আক্রমণে

রর. কলেরার মহামারিতে

ররর. একরাতের মধ্যে

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে