শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জানার আছে অ নে ক কি ছু

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম নারী
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
নিশাত মজুমদার

প্রথম নারী হুইপ- সাগুফতা ইয়াসমিন এমিলি

প্রথম নারী ওসি- হোসনে আরা বেগম

অল উইমেন ফ্লাইট পরিচালনাকারী প্রথম নারী- ক্যাপ্টেন শাহানা

প্রথম নারী বীর-প্রতীক খেতাব লাভকারী- ক্যাপ্টেন সেতারা বেগম

প্রথম নারী ভূ-তত্ত্ববিদ- আফিয়া আখতার

প্রথম নারী সিএ ডিগ্রি লাভকারী- সুরাইয়া জান্নাত

প্রথম নারী বাঙালি মুসলিম চিকিৎসক- ডা. জোহরা বেগম কাজী

প্রথম নারী টেস্টটিউব শিশু চিকিৎসক- ডা. পারভিন ফাতেমা

প্রথম নারী এডিশনাল ডিআইজি- ফাতেমা বেগম

প্রথম নারী নির্বাচন কমিশনার- কবিতা খানম

প্রথম নারী রিটার্নিং অফিসার- জেসমিন টুলি

জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি- ইসমাত জাহান

প্রথম নারী সিটি করপোরেশন মেয়র- ডা. সেলিনা হায়াৎ আইভি

বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর- নাজনীন সুলতানা

পুলিশ একাডেমির প্রথম নারী প্যারেড কমান্ডার- এলিজা শারমিন

প্রথম নারী এভারেস্ট বিজয়ী- নিশাত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে