ষষ্ঠ শ্রেণির পড়াশোনা গণিত

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো ৬৩। দুটি রাশির অনুপাত ২: ৫ এবং তাদের সমষ্টি ৪২ হলে রাশি দুটির অন্তরফল কত? ক. ৬ খ. ১৮ গ. ২৪ ঘ. ৩২ সঠিক উত্তর : খ. ১৮ ৬৪। তোমার ক্লাসে একদিন অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ২: ৩। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? ক. ১০ খ. ২০ গ. ৩০ ঘ. ৪০ সঠিক উত্তর : ঘ. ৪০ ৬৫। অনুপাত- র. একটি ভগ্নাংশ রর. এর রাশি দুটি সমজাতীয় ররর. এর একক নেই নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৬৬। নিচের কোনটি ৫: ৭-এর সমতুল্য অনুপাত নয়? ক. ১০: ১৪ খ. ১৪: ১০ গ. ১৫: ২১ ঘ. ২৫: ৩৫ সঠিক উত্তর : খ. ১৪: ১০ ৬৭। ১: ২: ৩ এর বিপরীত অনুপাত কোনটি? ক. ৩: ২: ১ খ. ২: ৩: ৬ গ. ৬: ৩: ২ ঘ. ৩: ২: ৬ সঠিক উত্তর : গ. ৬: ৩: ২ ৬৮। ৭:ড় = ৪২: ৫৪ হলে ড় ঘরে নিচের কোনটি বসবে? ক. ৫ খ. ৬ গ. ৮ ঘ. ৯ সঠিক উত্তর : ঘ. ৯ ৬৯। ২৫%-এর অনুপাত নিচের কোনটি? ক. ১: ৪ খ. ১: ৫ গ. ৪: ১ ঘ. ৫: ১ সঠিক উত্তর : ক. ১: ৪ ৭০। ৪: ২৫ কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হবে? ক. ১৪% খ. ১৬% গ. ২০% ঘ. ২৫% সঠিক উত্তর : খ. ১৬% ৭১। একটি রাশি অপর একটি রাশির ৫০%। রাশি দুটির অনুপাত কত? ক. ১: ৪ খ. ১: ২ গ. ২: ১ ঘ. ৪: ১ সঠিক উত্তর : খ. ১: ২ ৭২। ২০ টাকা ৮০ টাকার শতকরা কত? ক. ১৫% খ. ১৬% গ. ২০% ঘ. ২৫% সঠিক উত্তর : ঘ. ২৫% ৭৩। ১০: ৩৫-এর সরল মান কোনটি? ক. ১০: ৭ খ. ২: ৫ গ. ২: ৭ ঘ. ৩৫: ১০ সঠিক উত্তর : গ. ২: ৭ ৭৪। নিচের কোনটি গুরু অনুপাত? ক. ১০: ৭ খ. ২: ৫ গ. ২: ৭ ঘ. ৩: ১০ সঠিক উত্তর : ক. ১০: ৭ ৭৫। অহনা দোকান থেকে দুটি সমান মূল্যের খাতা কিনল। খাতা দুটির ক্রয়মূল্যের অনুপাত কোন ধরনের অনুপাত? ক. যৌগিক অনুপাত খ. ব্যস্ত অনুপাত গ. মিশ্র অনুপাত ঘ. একক অনুপাত সঠিক উত্তর : ঘ. একক অনুপাত ৭৬। দুটি রাশির অনুপাত ৩: ৫। পূর্ব রাশির সাথে 'ক' যোগ করলে রাশিটি একক অনুপাত হয়। 'ক' এর মান কত? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ সঠিক উত্তর : খ. ২ ৭৭। রহিমের বয়স ১০ বছর এবং করিমের বয়স ৬ বছর। তাদের বয়সের অনুপাতের সমতুল্য অনুপাত কোনটি? ক. ৫: ৬ খ. ১০: ৩ গ. ১৫: ৯ ঘ. ১৫: ১২ সঠিক উত্তর : গ. ১৫: ৯ দুটি সংখ্যার অনুপাত ৭: ৩। তাদের একটি সংখ্যা ৪৯। ৭৮। প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত কোনটি? ক. ৫: ৬ খ. ৩: ৭ গ. ১৪: ৬ ঘ. ২১: ৯ সঠিক উত্তর : খ. ৩: ৭ ৭৯। অপর সংখ্যাটি কত? ক. ১০ খ. ১২ গ. ২১ ঘ. ৯৪ সঠিক উত্তর : গ. ২১ ৮০। ৩০০ টাকা দুজন ব্যক্তিকে ৩: ২-এর ব্যস্তানুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে? ক. ১০০ খ. ১২০ গ. ১৪০ ঘ. ১৮০ সঠিক উত্তর : ঘ. ১৮০ ৮১। ২: ৩ এবং ৩: ৪ এর মিশ্র অনুপাতের শতকরায় প্রকাশিত রূপ কোনটি? ক. ২০% খ. ৫০% গ. ৭০% ঘ. ৮০% সঠিক উত্তর : খ. ৫০% ৮২। -৫ এর পরবর্তী সংখ্যাটি কত? ক. -৬ খ. -৪ গ. ৫ ঘ. ৬ সঠিক উত্তর : খ. -৪ ৮৩। কোনো সংখ্যা থেকে ১ ধাপ ডান দিকে গেলে- র. ওই সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যা পাওয়া যায় রর. ওই সংখ্যাটির পরবর্তী সংখ্যা পাওয়া যায় ররর. ওই সংখ্যা থেকে বড় সংখ্যা পাওয়া যায় নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও ররর ঘ. রর ও ররর সঠিক উত্তর : খ. রর ৮৪। ১-এর পূর্ববর্তী সংখ্যাটি কত? ক. -২ খ. -১ গ. ০ ঘ. ২ সঠিক উত্তর : গ. ০ ৮৫। শূন্যসহ সব ধনাত্মক পূর্ণ সংখ্যাকে নিচের কোনটি বলা হয়? ক. ধনাত্মক সংখ্যা খ. অঋণাত্মক সংখ্যা গ. ঋণাত্মক সংখ্যা ঘ. স্বাভাবিক সংখ্যা সঠিক উত্তর : খ. অঋণাত্মক সংখ্যা