শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ভুটানের রাষ্ট্রদূত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলসহ তিন সদস্যের প্রতিনিধি দল ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দুই দেশের শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন।

রাষ্ট্রদূত দলের অন্য দুই সদস্য হলেন ঢাকার রয়েল ভুটানিজ দূতাবাসে নিযুক্ত ভুটানের মন্ত্রী কর্নেল শা রাই এবং রয়েল ভুটানিজ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কেজাং ওয়াংচুক। বৃহস্পতিবার ভুটান রাষ্ট্রদূতের দল ক্যাম্পাসে এলে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাহবুব উল হক মজুমদার তাদের আন্তরিকভাবে

বরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর প্রকৌশলী একেএম ফজলুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ডক্টর মো. ফখরে হোসেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে