বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
গণিত

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

তাহের সিদ্দিকী, শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

৮৬। ১, ২, ৩, ৪,... সংখ্যাগুলোকে বলা হয়-

র. পূর্ণ সংখ্যা

রর. ধনাত্মক সংখ্যা

ররর. অঋণাত্মক সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৮৭। আয়কে (+) চিহ্ন দ্বারা প্রকাশ করা হলে লাভকে নিচের কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা যাবে?

ক. + চিহ্ন খ. - চিহ্ন

গ. ক্ম চিহ্ন ঘ. চিহ্ন

সঠিক উত্তর : ক. + চিহ্ন

নিচের তথ্যের আলোকে ৮৮-৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নরূপ:

স্থানের নাম তাপমাত্রা

ঢাকা ০০ঈ এর ওপরে ৩০ঈ

বার্লিন ০০ঈ এর ওপরে ৩০ঈ

মস্কো ০০ঈ এর ওপরে ৫০ঈ

জেদ্দা ০০ঈ এর ওপরে ৪০ঈ

৮৮। কোন স্থানের তাপমাত্রা সবচেয়ে কম?

ক. ঢাকা খ. বার্লিন

গ. মস্কো ঘ. জেদ্দা

সঠিক উত্তর : গ. মস্কো

৮৯। মস্কো অপেক্ষা বার্লিনের তাপমাত্রা কত বেশি?

ক. -৩০প খ. -২০প

গ. +৩০প ঘ. +২০প

সঠিক উত্তর : ঘ. +২০প

৯০। ঢাকার তাপমাত্রা কত ডিগ্রি বাড়লে তা জেদ্দার তাপমাত্রার সমান হবে?

ক. -৭০০প খ. -১০০প

গ. +১০০প ঘ. +৭০০প

সঠিক উত্তর : গ. +১০০প

৯১। যদি সমতল ভূমিকে ০ (শূন্য) বিন্দু ধরা হয়, তবে ৫টি সিঁড়ি উপরে উঠলে নিচের কোনটি হবে?

ক. -৫ খ. = ৫

গ. ৫ ঘ. +৫

সঠিক উত্তর :

ঘ. +৫

নিচের সংখ্যা দুটির আলোকে ৯২-৯৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সংখ্যা দুটি হলো: -৬ ও +৬

৯২। প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে বাঁয়ে কোনটি অবস্থিত?

ক. -৬ খ. ০

গ. ১ ঘ. +৬

সঠিক উত্তর : ক. -৬

৯৩। -৬ এর পূর্ববর্তী সংখ্যাটি কত?

ক. +৬ খ. +৭

গ. -৫ ঘ. -৭

সঠিক উত্তর : ঘ. -৭

৯৪। সংখ্যা দুটির যোগফল কত?

ক. -১২ খ. ০

গ. ১২ ঘ. +৩৬

সঠিক উত্তর : খ. ০

৯৫। +৬ এর পরবর্তী সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি কত?

ক. -৬ খ. ০

গ. +৬ ঘ. +৭

সঠিক উত্তর : গ. +৬

৯৬। +৪ এর ৪ ধাপ বাঁয়ের পূর্ণ সংখ্যাটি কত?

ক. -১ খ. ০

গ. ১ ঘ. ৮

সঠিক উত্তর : খ. ০

৯৭। সব পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

সঠিক উত্তর : গ. ৩

৯৮। ৩ একটি স্বাভাবিক সংখ্যা হলে-

র. এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা

রর. সংখ্যারেখায় এটির অবস্থান ০ বিন্দু থেকে ৩ ঘর বাঁয়ে

ররর. সংখ্যারেখায় এটির অবস্থান ০ বিন্দু থেকে ৩ ঘর ডানে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

নিচের তথ্যের আলোকে ৯৯ ও ১০০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পাঁচটি পূর্ণ সংখ্যা: -২, -১, ০, ১, ২

৯৯। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো?

ক. -১, ১ খ. ০, ২

\হগ. ১, ২ ঘ. ০, ১, ২

সঠিক উত্তর : গ. ১, ২

১০০। উদ্দীপকের প্রথম ও শেষ সংখ্যাটি সংখ্যারেখার কোন বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত?

ক. -১ খ. ০

গ. ১ ঘ. ২

সঠিক উত্তর : খ. ০

১০১। -২ এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি?

ক. -১ খ. ০

গ. +১ ঘ. +২

সঠিক উত্তর : ২১. ঘ

১০২। সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে নিচের কোনটি হবে?

ক. -২, -১, ০, ১, ২ খ. ০, ১, ২, -২, -১

গ. ২, ১, ০, -১, -২ ঘ. -২, ১, ০, -১, ২

সঠিক উত্তর : ক. -২, -১, ০, ১, ২

১০৩। -১২ একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে-

র. এটি একটি স্বাভাবিক সংখ্যা

রর. সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা ১২

ররর. সংখ্যাটি ও সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল ০ (শূন্য)।

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

১০৪। -৬+ ড় = ০ হলে, ড় ঘরে কোন সংখ্যা বসবে?

ক. -৬ খ. ০

গ. +৬ ঘ. +১২

সঠিক উত্তর : গ. +৬

১০৫। -৮- (-১১) = কত?

ক. -১৯ খ. -৩

গ. ৩ ঘ. ০

সঠিক উত্তর : গ. ৩

১০৬। ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে নিচের কোনটি সবচেয়ে বড়?

ক. -১ খ. -২

গ. -৫ ঘ. -৮

সঠিক উত্তর : ক. -১

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে