জবিতে বাস চলবে এক শিফটে

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই মধ্যে বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। সশরীরে পরীক্ষার সময় বিভিন্ন রুটে পরিবহণ চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরীক্ষা দুই শিফটে হলেও বাস চলবে এক শিফটে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ১৭ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর ২০২১ হতে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে সশরীরে পরীক্ষা গ্রহণ করা হবে। যদি সার্বিক পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয়, তবে অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হবে। অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগের চেয়ারমানরা আলোচনাক্রমে পরীক্ষার রুটিন প্রদান করবেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত রুটে পরিবহণ সুবিধা চালু থাকবে। বিজ্ঞপ্তিতে পরিবহণ সুবিধা চালু থাকার কথা বলা হলেও কীভাবে কখন চলাচল করবে এ বিষয়ে কিছু বলা হয়নি।