প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

মেঘ ছোট ছোট পানিকণা মিলে তৈরি হয়

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ ৯০। মেঘ আসলে ছোট ছোট Ñ মিলে তৈরি হয়। উত্তর : পানিকণা ৯১। পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানি Ñ হবে। উত্তর : ফোটাতে ৯২। উদ্ভিদ মাটি থেকে পানি ও Ñ শোষণ করে। উত্তর : পুষ্টি উপাদান ৯৩। খাদ্য গ্রহণের পর Ñ খাদ্যকে তার উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে। উত্তর : পানি ৯৪। সূযর্তাপ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে Ñ পরিণত করে। উত্তর : জলীয় বাষ্পে ৯৫। Ñ পানি পান করলে হাত-পায়ের চামড়ায় ঘা হতে পারে। উত্তর : আসেির্নকযুক্ত ৯৬। শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে Ñ দরকার। উত্তর : পানি ৯৭। জলীয় বাষ্প বায়ুমÐলের ওপরের দিকে উঠে ঠাÐা হয়ে ক্ষুদ্র Ñ পরিণত হয়। উত্তর : পানিকণায় ৯৮। পৃথিবীতে পানি তার এক উৎস থেকে অন্য উৎসে Ñ ঘোরে। উত্তর : চক্রাকারে ৯৯। মেঘের Ñ খুব বেশি ঠাÐা হয়ে গেলে তা বরফে পরিণত হয়। উত্তর : পানিকণাগুলো ১০০। নদীর পানি প্রবাহিত হয়ে Ñ পানিতে মেশে। উত্তর : সমুদ্রের ১০১। বায়ুতে সব সময় কিছু পরিমাণ Ñ থাকে। উত্তর : জলীয় বাষ্প ১০২। ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে Ñ হিসেবে ঘুরে বেড়ায়। উত্তর : মেঘ ১০৩। বৃষ্টি ও শিশির তৈরি হয় Ñ থেকে। উত্তর : জলীয় বাষ্প ১০৪। নলক‚পের পানির বিষাক্ত পদাথর্ Ñ। উত্তর : আসেির্নক ১০৫। আসেির্নকযুক্ত নলক‚পকে Ñ রঙ দিয়ে চিহ্নিত করা হয়। উত্তর : লাল ১০৬। মাটির নিচে Ñ খনিজ থাকে। উত্তর : আসেির্নকের ১০৭। পানি পান করার আগে Ñ করে নিতে হবে। উত্তর : শোধন ১০৮। পুরোপুরি নিরাপদ করতে হলে পানি Ñ হবে। উত্তর : ফোটাতে ১০৯। পানির সব জীবাণু মারার জন্য ফুটতে শুরু করার পর আরো Ñ তাপ দিতে হবে। উত্তর : ২০ মিনিট ১১০। প্রাকৃতিক কারণে পানির Ñ দূষণ হয়। উত্তর : আসেির্নক দ্বারা দূষণ ১১১। উদ্ভিদ মাটি থেকে Ñ সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে। উত্তর : পানির ১১২। উঁচু পবের্তর চ‚ড়ায় পানি Ñ রূপে থাকে। উত্তর : বরফ