সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দ গঠন ২। প্রধানত কয় উপায়ে শব্দ গঠন করা যায়? ক. চার খ. পঁাচ গ. ছয় ঘ. সাত সঠিক উত্তর: খ. পঁাচ ৩। ‘বিষাদসিন্ধু’ শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে? ক. সন্ধির সাহায্যে খ. প্রত্যয়যোগে গ. উপসগের্যাগে ঘ. সমাসের সাহায্যে সঠিক উত্তর: ঘ. সমাসের সাহায্যে ৪। ‘অনাবৃষ্টি’ শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে? ক. উপসগের্যাগে খ. প্রত্যয়যোগে গ. সন্ধির সাহায্যে ঘ. পদ পরিবতের্নর সাহায্যে সঠিক উত্তর: ক. উপসগের্যাগে ৫। ‘পাবর্ত্য’ শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে? ক. সন্ধির সাহায্যে খ. উপসগের্যাগে গ. পদ পরিবতের্নর সাহায্যে ঘ. সমাসের সাহায্যে সঠিক উত্তর: গ. পদ পরিবতের্নর সাহায্যে ৬। ধাতু ও শব্দের উত্তর ভিন্ন ভিন্ন অথের্ যে বণর্ বা বণর্সমূহ যুক্ত হইয়া শব্দ প্রস্তুত হয়, তাহাদিগকে প্রত্যয় বলে।-এই সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. ডক্টর মুহম্মদ এনামুল হক খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ গ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ. ডক্টর সুকুমার সেন সঠিক উত্তর: খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ৭। কৃত প্রত্যয় কয় প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পঁাচ সঠিক উত্তর: ক. দুই ৮। শব্দের শুরুতে যুক্ত অংশকে কী বলে? ক. প্রত্যয় খ. বণর্ গ. উপসগর্ ঘ. বিভক্তি সঠিক উত্তর: গ. উপসগর্