বাকৃবিতে ইন্টানির্শপের উদ্বোধন

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
২৭ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে ইন্টানির্শপের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ইন্টানির্শপে অংশগ্রহণের জন্য নেপাল যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ১৩০ জন শিক্ষাথীর্। বাকৃবির ৫৩তম ব্যাচের (১৬তম ইন্টানির্ ব্যাচ) ওই শিক্ষাথীর্রা নেপালের মডেল গভমের্ন্ট লাইভস্টক ফামর্, সেন্ট্রাল অ্যানিমাল ব্রিডিং সেন্টার, ফিশারি রিসাসর্ সেন্টার, লুমলে এগ্রিকালচার রিসাসর্ সেন্টারে ৯ দিনব্যাপী ইন্টানির্শপ করবেন। ৬৫ জন করে দুটি দলে নেপালে যাবেন শিক্ষাথীর্রা। ইন্টানির্শপের উদ্বোধন করেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদ। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাজাির্র ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. মো. মাহমুদুল আলম, মেডিসিন বিভাগের প্রফেসর ড. তৌহিদুল ইসলাম, ফামাের্কালজি বিভাগের প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও রেনেটার সেলস ম্যানেজার গোলাম কিবরিয়া। অনুষ্ঠান শেষে রেনেটার সৌজন্যে ইন্টানির্শপ শিক্ষাথীের্দর মধ্যে লাগেজ বিতরণ করা হয়।