জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

‘পবর্ত’ শব্দের সমাথর্ক শব্দÑ

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্রা শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা। প্রতিবারের মতো তোমাদের জন্য বাংলা থেকে মডেল টেস্ট দেয়া হলো ১। ‘বঙ্গভ‚মির প্রতি’ কবিতায় ব্যবহৃত ছন্দ হিসেবে কোনটি যথাথর্? ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর ২। লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক. ঝিনাইদহে খ. যশোর গ. কুষ্টিয়া ঘ. খুলনা ৩। কোন স্বরবণির্টর কোনো সংক্ষিপ্ত রূপ নেই? ক) ই খ) ঈ গ) অ ঘ) আ ৪। কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে? ক) সাপুড়ে সাপ খেলায় খ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন গ) শোভন বই পড়ে ঘ) সে পাস করে গেল ৫। বাংলার সঙ্গে আসামি ও ওড়িশা ভাষার খুব ঘনিষ্ঠ সম্পকর্ কেন? ক. তিনটি ভাষা কাছাকাছি এলাকায় বলে খ .পূবর্ মাগধি অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বলে গ. বেদ থেকে তিনটি ভাষা উদ্ভূত হয়েছে বলে ঘ. তিনটি ভাষার নীতিমালা একই রকম বলে ৬। ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পের শিক্ষণীয় দিক হলোÑ র. সম্পকের্র অন্তঃসারশূন্যতা তুলে ধরা রর. বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধি খাটিয়ে সমস্যা সমাধান ররর. সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাস সম্পকের্ সচেতনতা সৃষ্টি নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. ররর ৭। ‘ছেলেটি অঙ্কে কঁাচা’ এখানে ‘কঁাচা’ কী অথের্ ব্যবহৃত হয়েছে? ক) অপক্ব খ) অপরিণত গ) অদক্ষ ঘ) দুবর্ল ৮। ‘কেউবা রঙিন কঁাথা মেলিয়া বুকের স্বপন খানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি।’ উদ্দীপকে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের উল্লিখিত নকশী-কঁাথা সম্পকের্ যে বিষয়ের ইঙ্গিত রয়েছেÑ র. নারীর জীবনালেখ্য রর. নারীর বিরহ মিলনের কথা ররর. পারিবারিক কাহিনি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৯। ‘সুন্দর লাগলেই সুন্দর বলবে’Ñ কেন? ক. নিয়ম না জানলেও সুন্দরকে চেনা যায় খ. সুন্দরের নিদির্ষ্ট নিয়ম আছে গ. সুন্দর দেখতে দেখতে নিয়ম জানা যায় ঘ. সুন্দরের একটি রূপ আছে উদ্দীপকটি পড়ে ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও : জহির সাহেব পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। সাগরের উন্মত্ত জলরাশি, আদিবাসী তরুণ-তরুণীদের নানা পসরার বিকিকিনি, বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের বিচিত্র পোশাক-পরিচ্ছদ ইত্যাদি তাকে খুব মুগ্ধ করে। ১০। জহির সাহেবের সঙ্গে ‘মংডুর পথে’ রচনার লেখকের মানসিকতার সাদৃশ্যপূণর্ দিক কোনটি? র. আলস্যপ্রিয়তা রর. সৌন্দযির্পপাসা ররর. ভ্রমণবিলাসিতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১১। দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পঁাচ ১২। মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ কোনটি? ক) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে খ) তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না গ) ছেলেটি গরিব কিন্তু মেধাবী ঘ) এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না ১৩। ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অথর্ কোনটি? ক) সবর্স্বান্ত খ) ভাগ্যহীন গ) মন্দভাগ্য ঘ) হতভাগ্য ১৪। নিচের কোন বানানটি সঠিক? ক) বিদূষী খ) বিদুষী গ) স্বরস্বতী ঘ) জননি ১৫। ‘পবর্ত’ শব্দের সমাথর্ক শব্দ কোনটি? ক) পাহাড় খ) ভ‚ধর গ) দ্যুলোক ঘ) বীম ১৬। ‘বৃক্ষের বক্ষের বহ্নি জ্বালা’ বাক্যের ‘বহ্নিজ্বালা’ দ্বারা কবি কী বুঝিয়েছেন? ক যন্ত্রণার আগুন খ অগ্নিদগ্ধ যন্ত্রণা গ শারীরিক অসুস্থতা ঘ পুড়ে ছাই হওয়া ১৭। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কোন বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন? ক. ভয়হীনতা খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. সংকোচহীনতা ১৮। অভিধানের অপর নাম কী? ক) জ্ঞানকোষ খ) অথের্কাষ গ) শব্দকোষ ঘ) বিশ্বকোষ ১৯। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।’ উদ্ধৃতাংশে ফুটে উঠেছে ‘নারী’ কবিতার নারীর- ক. বঞ্চনা খ .আত্মত্যাগ গ. অধিকারহীনতা ঘ. বেদনা ২০। চাষার ছেলে কচি মুখের মায়া কীসের মতো? ক. সবুজ ধানের পাতার মতো খ. নবীন ধানের পাতার মতো গ. কঁাচা ধানের পাতার মতো ঘ. শ্যামল ধানের পাতার মতো ২১। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? ক) কমা খ) সেমিকোলন গ) ড্যাস ঘ) হাইফেন ২২। ‘পরীক্ষা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) পরী+ইক্ষা খ) পরি+ঈক্ষা গ) পরি+ইক্ষা ঘ) পরী+ঈক্ষা ২৩। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? ক) কৃতদার খ) মানুষ গ) বাঙালি ঘ) সন্তান ২৪। যুক্তব্যঞ্জনে (তৎসম শব্দে) ট-বগীর্য় বণের্র পূবর্বতীর্ প্রযুক্ত স্থলে কোন বণর্ বসে? ক. ন খ. ণ গ. স ঘ. শ ২৫। অভিধানে শীষর্ শব্দের অথর্, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে কী বলা হয়? ক. ভুক্তি শব্দ খ. শীষর্ শব্দ গ. আভিধানিক অথর্ ঘ. মিশ্র শব্দ ২৬। কোন কোন পদের বচনভেদ হয়? ক) বিশেষ্য ও সবর্নাম খ) সবর্নাম ও ক্রিয়া গ) বিশেষ্য ও বিশেষণ ঘ) সবর্নাম ও অব্যয় ২৭। সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? ক) দশর্ন খ) সমিতি গ) পবর্ত ঘ) মানুষ ২৮। নিত্যবৃত্ত বতর্মানকালের উদাহরণ কোনটি? ক) মা খেতে ডেকেছেন খ) আমি ইংরেজি পড়া শেষ করেছি গ) ছেলেরা ফুটবল খেলছে ঘ) আমি রোজ বিদ্যালয়ে পড়াতে যাই ২৯। ‘নিরীহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) অভদ্র খ) শান্ত গ) দুদার্ন্ত ঘ) বাচাল ৩০। প্রত্যয়যোগে সাধিত শব্দ কোনটি? ক) সাহিত্যিক খ) সুদিন গ) বিজ্ঞান ঘ) বিদ্যালয়