প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করেÑ

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ ১১৩। যে নলক‚পের পানিতে আসেির্নক থাকে, তাকে Ñ রঙ দিয়ে চিহ্নিত করা হয়। উত্তর : লাল ১১৪। পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদাথর্ Ñ। উত্তর : বিøচিং পাউডার ১১৫। ফিটকিরি পানি জীবাণুমুক্ত করার Ñ। উত্তর : পদাথর্ ১১৬। মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে Ñ। উত্তর : উদ্ভিদ ১১৭। বায়ুতে সব সময় কিছু পরিমাণ Ñ থাকে। উত্তর : বাষ্প ১১৮। ফিটকিরি ব্যবহার হয় Ñ বিশুদ্ধ করতে। উত্তর : পানি ১১৯। দূষিত পানি Ñ জন্য ক্ষতিকর। উত্তর : জীবনের ১২০। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি Ñ। উত্তর : ফুটানো ১২১। পানি ফুটতে শুরু করার পর Ñ তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়। উত্তর : ২০ মিনিট ১২২। জলীয়বাষ্প বায়ুমÐলের ওপরের দিকে উঠে Ñ হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। উত্তর : ঠাÐা ১২৩। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠাÐা হয়ে গেলে তা পরিণত হয় Ñ। উত্তর : বরফে ১২৪। বায়ুপ্রবাহের কারণে Ñ মেঘরূপে উড়ে গিয়ে পবের্তর চ‚ড়ায় পেঁৗছায়। উত্তর : জলীয়বাষ্প ১২৫। মেঘের পানিকণাগুলো Ñ বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে। উত্তর : খুব বেশি ঠাÐায় ১২৬। জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পবের্তর চ‚ড়ায় পেঁৗছায় Ñ প্রভাবে। উত্তর : বায়ুপ্রবাহের ১২৭। পাট পচানো পানিদূষণের Ñ। উত্তর : কারণ ১২৮। আসেির্নকমুক্ত নলক‚পের রঙ Ñ। উত্তর : সবুজ