সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দ গঠন ৯। কোনটি খঁাটি বাংলা উপসগর্? ক. প্র খ. অঘা গ. পাতি ঘ. সম সঠিক উত্তর: গ. পাতি ১০। নিচের কোন দুটি তৎসম উপসগর্? ক. বে, নি খ. অনা, কদ গ. অঘা, আব ঘ. অব, উপ সঠিক উত্তর: ঘ. অব, উপ ১১। কোনটি সংস্কৃত উপসগর্? ক. দর খ. পাতি গ. অনু ঘ. ইতি সঠিক উত্তর: গ. অনু ১২। ‘অঘা’ শব্দাংশটি কোন প্রকার উপসগের্র উদাহরণ? ক. সংস্কৃত খ. খঁাটি বাংলা গ. তৎসম ঘ. বিদেশি সঠিক উত্তর: খ. খঁাটি বাংলা ১৩। উপসগের্র কী নেই? ক. অথর্ দ্যোতনার ক্ষমতা খ. অথর্বাচকতা গ. বিভক্তি যুক্ত করার সুযোগ ঘ. অন্য পদে যুক্ত হওয়ার বিধান সঠিক উত্তর: খ. অথর্বাচকতা ১৪। উপসগের্র কাজ কী? ক. নতুন অথের্বাধক শব্দ গঠন করা খ. নতুন বাক্য গঠন করা গ. বাক্যকে সৌন্দযর্মÐিত করা ঘ. বাক্যের অলঙ্কার বৃদ্ধি করা সঠিক উত্তর: ক. নতুন অথের্বাধক শব্দ গঠন করা ১৫। ‘নিমরাজি’ শব্দটির ‘নিম্’ কোন প্রকার উপসগর্? ক. আরবি খ. ফারসি গ. সংস্কৃত ঘ. বাংলা সঠিক উত্তর: ক. আরবি ১৬। ‘নামঞ্জুর’ শব্দটির ‘না’ কোন প্রকার উপসগর্? ক. বাংলা খ. সংস্কৃত গ. আরবি ঘ. ফারসি সঠিক উত্তর: ঘ. ফারসি ১৭। ‘বরখাস্ত’ শব্দটির ‘ব’ কোন প্রকার উপসগর্? ক. বাংলা খ. তৎসম গ. ফারসি ঘ. আরবি সঠিক উত্তর: গ. ফারসি ১৮। ‘গরমিল’ শব্দটির ‘গ’ কোন প্রকার উপসগর্? ক. বাংলা খ. উদুর্ গ. আরবি ঘ. ফারসি সঠিক উত্তর: গ. আরবি