যবিপ্রবির ভতির্ পরীক্ষা ২২ ও ২৩ নভেম্বর

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্র স্নাতক প্রথম বষের্র ভতির্ পরীক্ষা ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৯১৫ আসনের বিপরীতে ৪৪ হাজার ১৮১ জন আবেদন করেছেন। ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভতির্ পরীক্ষার কমিটির সভায় জানানো হয়, ভতির্চ্ছুরা ১ নভেম্বরের পর থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে ১০ নভেম্বর পরে ভতির্চ্ছুরা প্রবেশপত্রে কোনো ধরনের ভুল-ত্রæটির সংশোধনীর সুযোগ পাবেন না। এ বছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯১৫ জন শিক্ষাথীর্ ভতির্ হওয়ার সুযোগ পাবেন। ২২ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পযর্ন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পযর্ন্ত ‘বি’ ইউনিট এবং বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পযর্ন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পযর্ন্ত ‘ডি’ ইউনিট ও বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পযর্ন্ত ‘ই’ ইউনিট এবং ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পযর্ন্ত ‘এফ’ ইউনিটের ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় জানানো হয় ভতির্ পরীক্ষা শেষে ২৫ নভেম্বরের মধ্যে ভতির্ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ভতির্ কাযর্ক্রম শুরু হবে ১ ডিসেম্বর। আর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ওরিয়েন্টশন ও ক্লাস ২ জানুয়ারি শুরু হবে।