চুয়েটের ভতির্ পরীক্ষা ২ নভেম্বর

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবষের্র স্নাতক প্রথম বষের্র ভতির্ পরীক্ষা ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত চুয়েট ক্যাম্পাসে এ ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভতির্ পরীক্ষায় নিয়মিত ৮৩০ আসনে (১১টি উপজাতি কোটাসহ ৮৪১ আসন) বিপরীতে মোট ৮ হাজার ৩৪২ জন পরীক্ষাথীর্ অংশগ্রহণ করবেন। ২৯ অক্টোবর ভতির্ পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়েট রিসোসর্ সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন ভতির্ পরীক্ষার সভাপতি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ভতির্ পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং চুয়েটের নিরাপত্তা উপদেষ্টা ড. মো. মিজানুর রহমান। সভায় বিভিন্ন সেবাসংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী মো. জসীম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ডিজিএফআই, চট্টগ্রামের উপ-পরিচালক মো. মামুন সরকার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি (উত্তর) মো. জাহাঙ্গীর, সিএমপির সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) মিজানুর রহমানসহ আরও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।