বেরোবির কমর্শালা অনুষ্ঠিত

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নারী শিক্ষাথীের্দর জন্য দুই দিনব্যাপী ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের আয়োজনে ব্র্যাক লানির্ং সেন্টার রংপুরে এই কমর্শালার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে কমর্শালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। কমর্শালার পরিচালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ, গবেষণা সহযোগী জিয়া উদ্দিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের কমর্কতার্ সাকিব আলম। এতে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে বাছাইকৃত নারী শিক্ষাথীর্রা।